শহীদ ছেলের পূর্ণাবয়ব মূর্তির শিলান্যাস করলো বাবা

0
60

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বুধবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে প্যারেড গ্রাউন্ডে ফিতে কেটে শহীদ ছেলের পূর্ণাবয়ব মূর্তির শিলান্যাস করেন শহীদ বিপুল রায়ের বাবা নীরেন রায়।

Bipul's statue | newsfront.co
নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানে আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা, জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি, মহকুমা শাসক শ্রী রাজেশ, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, রাজ্য ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রান ও পূনর্বাসন দফতরের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মৃদুল গোস্বামি, পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপ্ত চট্যোপাধ্যায় সহ একঝাঁক বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন।

Inauguration | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন এই শিলান্যাস অনুষ্ঠানে শহীদের স্ত্রী রূম্পা রায়ও উপস্থিত ছিলেন। এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে একটি আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। সকলেই বীর শহীদকে নত মস্তকে সন্মান জানান।

উল্লেখ্য ১৫ জুন, লাদাখে চিনা সৈনিকদের সঙ্গে যুদ্ধে শহীদ হন আলিপুরদুয়ারের বিন্দিপাড়া গ্রামের ৩৫ বছরের সৈনিক বিপুল রায়। শামুকতলা থানার বিন্দিপাড়ার এই বীর ছেলের মূর্তি আলিপুরদুয়ার শহরে স্থাপন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। সেই প্রতিশ্রুতি মতো এদিন মূর্তির শিলান্যাস করা হল। শুধু মূর্তি তৈরি করতেই দুই লক্ষ টাকা খরচ পড়বে। বেদি ও তার সৌন্দর্যায়ন সহ নানান আনুসঙ্গিক খরচ মিলিয়ে মোট খরচ প্রায় ৫ লক্ষ টাকা হবে বলে জানান।

আরও পড়ুনঃ নেত্রীর নির্দেশ মতো চারা গাছ বিলি বিধায়কের

আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, “বীর সন্তান শহীদ বিপুল রায় আমাদের, তথা গোটা দেশের গর্ব। শহীদের বীরত্ব গাথা এই ইতিহাসে চিরস্মরণীয় থাকবে। এই বীর শহীদকে শ্রদ্ধা জানাতে আমি মূর্তি স্থাপনের উদ্যোগ নি। এই মূর্তি তৈরির কাজ আগেই শুরু হয়েছিল। এদিন এই কাজের শিলান্যাস হল। মূর্তি তৈরি করতে প্রায় তিন মাস সময় লাগবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here