নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
কোচবিহার জেলায় হিংসার রাজনীতি বন্ধ করে শান্তির বাতাবরণ তৈরি করার জন্যে পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, মূলত এই দাবীকে সামনে রেখে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কাছে স্মারকপত্র দিলো কোচবিহার জেলা বামফ্রন্ট। এইদিন বামফ্রন্টের এক প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাদের দাবিপত্র তুলে দেয়।
বামফ্রন্ট নেতৃত্বের অভিযোগ কোচবিহার জেলা জুড়েই অশান্তি ছড়িয়ে পড়েছে। বিজেপি ও তৃণমূল তাদের ঘৃণ্য রাজনীতির জন্য সন্ত্রাসের পথকেই বেছে নিয়েছে। এরফলে জেলার গ্রাম-গ্রামান্তরে অশান্তি ছড়িয়ে পড়ছে। একই সাথে সম্প্রতি কোচবিহার জেলা ফরওয়ার্ড ব্লক সম্পাদক অক্ষয় ঠাকুরের উপর হামলা চালায় বিজেপি কর্মীরা বলে অভিযোগ।
দিনহাটার মালিরহাট এলাকায় অক্ষয়বাবুর গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ।বিজেপির পতাকা নিয়েই এই হামলা করা হয়েছে বলে দাবি করেন প্রাক্তন বিধায়ক অক্ষয়বাবু নিজেই।
জেলা সি.পি.এম সম্পাদক অনন্ত রায় বর্মণ বলেন, ‘আমরা জেলায় শান্তি চাই, বিজেপি ও তৃণমূল নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে। তাই আমরা পুলিশের কাছে আবেদন রেখেছি জেলায় শান্তি ফিরিয়ে আনার জন্য।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584