নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শঙ্কর ঘোষ যোগ দিলেন বিজেপিতে। দুদিন আগেই সিপিএম ছেড়ে দলের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে মুখ খুলছিলেন।
এদিন মাল্লাগুড়ির একটি হোটেলে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় শংকর ঘোষের হাতে দলীয় পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ে সাংসদ রাজু বিস্তও।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শংকর ঘোষ বলেন প্রয়াত বিজেপি নেতা অভিজিৎ রায়চৌধুরীর কথা স্মরণ না করে আমি আমার কথা বলতে পারবো না। আমি গত চার বছর ধরে যন্ত্রণায় ছিলাম। আর গত দু’মাস ধরে ভয়ংকর যন্ত্রণায় ছিলাম। এরপর আমি চিঠি দিই।
আরও পড়ুনঃ ধর্মেন্দ্র-স্মৃতিকে সাথে নিয়ে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু
আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি আমি যা করেছি ঠিক করেছি। আর মতাদর্শ ও অনুশাসনের নামে বাম ছাত্র-যুবদের নীরবে বলি দেওয়া হয়। ৩০ বছরে একজনও কেউ বলতে পারবে না দলের বিরুদ্ধে আমি কোন কথা বলেছি। এর পাশাপাশি তিনি আরও বলেন অনেক যন্ত্রণা পেয়েছি যাদের সাথে ৩০ বছর ধরে কাজ করেছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584