নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনার কবলে পড়লেন প্রবীণ সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। দিনদুয়েক আগে তাঁর অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় বলেন তাঁর অভিনেত্রী কন্যা ঊষসী চক্রবর্তী। প্রবীণ নেতা তখন অসুস্থ ছিলেন। জ্বর এবং শ্বাসকষ্ট ছিল।
তবে, তখনও জানা যায়নি তিনি কোভিডের শিকার কিনা। এরপর টেস্ট করা হলে রিপোর্টে পজিটিভ চিহ্ন আসে। ফলত, তিনি এখন চিকিৎসাধীন। বাবা বৃদ্ধ। তাই তাঁর দেখাশোনা করার জন্য একজন সবসময়ের সেবিকা চাইছেন ঊষসী। এর জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদনও জানিয়েছেন তিনি।
Need support for my father Shyamal Chakraborty fighting Covid19 – at Peeless hospital, as a senior citizen he needa personal attendant , I can provide all precautionary measures like PPE etc, anybody can help #CoronaWarrior ? @KolkataPolice @CPKolkata
Sourav 91 98368 70456— Ushasi Chakraborty (@ushasie) July 31, 2020
বাবার এহেন অসুস্থতা দানা বাঁধায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ঊষসী। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের আউট অ্যান্ড আউট নেগেটিভ চরিত্রে এই মুহূর্তে ছোটপর্দা কাঁপাচ্ছেন জুন আন্টি থুড়ি ঊষসী চক্রবর্তী।
সম্প্রতি এক গুরুতর অপরাধের কারণে জেলে যাওয়ার অবস্থা হয়। দয়া করে বাঁচায় শ্রীময়ী সেনগুপ্ত। কিন্তু ভাগ্য তাঁকে বন্দি করল শেষ অবধি। কিন্তু অন্যভাবে। আপাতত গৃহবন্দি তিনি।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অভিনেতা বিভান, নেহা সহ টলিপাড়ার একাধিক কলাকুশলী
বাবার জ্বর আসার পর থেকে নিজেও যাচ্ছেন না শুটিঙে। একেই বলে সাবধানতা। একেই বলে সচেতনতা। দর্শক হয়ত ভাবছেন, আহা! জুন আন্টিও যদি এমন হত কত ভাল হত। প্রবীণ নেতা শ্যামল চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনা করে নিউজ ফ্রন্ট পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584