শুভেন্দু ইস্যুতে ‘ডোন্ট কেয়ার’ ভাব বামেদের

0
103

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

শুভেন্দু অধিকারীকে নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই বামেদের বলে মন্তব্য করলেন সিপিআই (এম) -র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও শুভেন্দুর ভবিষ্যত অবস্থান ধোঁয়াশা বলে মন্তব্য করেন। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটের সিপিআই (এম) দলের রাজ্য অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সূর্যকান্ত মিশ্র অত্যন্ত চাঁচাছোলা ভাষায় বলেন, ‘তৃণমূল ওদের পার্টি সামলাক, আমাদের কোনও মাথাব্যথা নেই। মমতার কথায় গুরুত্ব দিই না।’ বিমান বসু ইঙ্গিত পূর্ণ মন্তব্য,’শুভেন্দুর অবস্থান এখনও স্পষ্ট নয়, রাজনীতি কখনও স্ট্রেট লাইনে চলে না।’

surya kanta mishra | newsfront.co
সূর্যকান্ত মিশ্র। ফাইল চিত্র

শুভেন্দু এবার কোন পথে হাঁটবেন? তাহলে এবার বিজেপিতেই যোগ দেবেন? মন্ত্রিত্ব ছাড়ার পর শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা এখন সপ্তমে। খাতায়-কলমে তিনি এখনও নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। তার খাসতালুক পূর্ব মেদিনীপুরের খেজুরিতে যখন তৃণমূলের একাধিক পার্টি অফিস দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে, তখন সদ্য প্রাক্তন পরিবহণমন্ত্রী বিধায়ক পদও ছাড়তে চলেছেন বলে শোনা যাচ্ছে কানাঘুষোয়।

আরও পড়ুনঃ ঠিক একমাস চলবে এই সরকার! মন্তব্য দিলীপের

ঘনিষ্ঠমহল সূত্রে ইঙ্গিত মিলেছে যে, তৃণমূলের কিছু নেতা কটাক্ষ করেছেন, তৃণমূলের সব পদ ছেড়েই বিজেপিতে যাওয়া উচিত। সরকারি পদ ও মন্ত্রিত্ব ছাড়লেও, শুভেন্দু কিন্তু এখনও খাতায়-কলমে বিধায়ক এবং শেষপর্যন্ত যদি বিজেপিতে চলে যান, সেক্ষেত্রেও তিনি জনপ্রতিনিধি থেকে যাবেন। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে বিধানসভার স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিতে পারেন শুভেন্দু। ঘনিষ্ঠমহল থেকে অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে।

ভোটের মুখে শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়া নিয়ে কী বলছে বিরোধীরা? এই বিষয় নিয়ে কার্যত মাথা ঘামাতেই রাজি নয় বামেরা। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এপ্রসঙ্গে বলেন, ‘তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে গিয়েছেন।

আরও পড়ুনঃ জলকামানের কল বন্ধ করার অপরাধে খুনের মামলা কৃষকের

আমাদের কোনও মাথাব্যথা নেই।’ এদিকে অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে একসময়ে তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর প্রতিক্রিয়া, ‘অধীর তৃণমূল কর্মীদের দেখেছেন। অসুবিধায় কোথায়! রাজনীতি কখনও স্ট্রেট লাইন চলে না। কংগ্রেসও তো একসময়ে আমাদের উপর হামলা করত।’ মুর্শিদাবাদে কি রাজনৈতিক সমীকরণ বদলাবে? জল্পনা তুঙ্গে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here