জেলে বসেই পড়াশোনা চালিয়ে যেতে চায় তানিয়া

0
167

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

তাঁর সঙ্গে লস্কর-ই-তৈবার সরাসরি যোগাযোগের হদিশ আগেই পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ। সেই মতো তানিয়া পারভিনকে চলতি বছরের ১৮ মার্চ গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।

tania | newsfront.co
ফাইল চিত্র

সম্প্রতি তাকে হেফাজতে নিয়ে জেরা করে এনআইএ জানতে পারে, রাজ্যে নতুন মডিউল তৈরির পর পাকিস্তান পালিয়ে লস্কর ই তৈবার প্রতিষ্ঠাতা সদস্য ও চিফ ইন কমান্ডার হাফিজ মোহাম্মদ সইদের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তানিয়ার। সোমবার তাকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সম্প্রতি তানিয়া পারভিনের বসিরহাটের বাড়িতে কয়েকটি বন্ধ ঘরে তল্লাশি চালায় এনআইএ। সূত্রের খবর, সেখান থেকে অনেক নথি উদ্ধার হয়েছে, যেগুলি পুরোটাই ডিজিট্যাল ফর্মে রয়েছে। এ রাজ্যে লস্করের ভাবনায় অনুপ্রাণিত করে নতুন সদস্য বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল তানিয়াকে।

আরও পড়ুনঃ লস্কর লিঙ্কম্যান তানিয়াকে সঙ্গে নিয়ে বসিরহাটের বাড়িতে তল্লাশি এনআইএ-র

লস্কর ই তৈবার এক সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তানিয়ার। সেই মিডল ম্যানের খোঁজে চারটি রাজ্যে চলছে তল্লাশি। এনআইএ সূত্রে খবর, দেশে বড়রকম নাশকতার ছক কষেছিল লস্কর ই তৈবা। সেক্ষেত্রে এ রাজ্যে তানিয়া ছিল তাদ্র লিংকওম্যান।

প্রসঙ্গত, গোপনে লস্কর ই তৈবার মডিউল বিস্তারের কাজ করলেও পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিল সে। ৬৭ শতাংশ নম্বর দিয়ে স্নাতক হয় তানিয়া। পিজি ডিপ্লোমা করার আগেই ধরা পড়ে যায়। জেলে বসে পড়াশোনা চালিয়ে যেতে চায় বলে এনআইকে জানিয়েছে সে।

আরও পড়ুনঃ উদ্বেগজনক ট্রেন্ড! একদিনে কলকাতায় আত্মঘাতী ৭

সোমবার তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তার আবেদনের বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here