জঙ্গলমহলের জমি পুনরুদ্ধারের দায়িত্ব নিয়ে জেলায় ঢুকছে সুশান্ত ঘোষ

0
189

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

সিপিআই(এম) নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছিল দল। তা উঠতেই দল তাকে জঙ্গলমহলের বিস্তীর্ণ সাতটি অঞ্চলের সাংগঠনিক দায়িত্ব দিল, বলে জানা গেছে। পাশাপাশি ওই এলাকায় তাকে একাধিক সমাবেশ করে ধর্ম নিরপেক্ষ শক্তির হয়ে প্রচার করার জন্য নেতা বেছে নিল রাজ্য সিপিআই(এম)।

sushant ghosh | newsfront.co
ফাইল চিত্র

দুহাজার এগারো সালে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত শুরু করেন। কঙ্কাল কাণ্ড থেকে শুরু করে আর্থিক তছরুপ, সন্ত্রাস সহ খুনের মামলায় অভিযুক্ত করা হয় সুশান্ত ঘোষকে। এখনও পর্যন্ত আদালতের কাছে দোষী সাব্যস্ত হননি সুশান্ত ঘোষ। দেশের সব আদালত সুশান্ত ঘোষকে ক্লিনচিট দেয়।

আরও পড়ুনঃ ৪৫ লক্ষ সংখ্যালঘু পরিবারের পড়ুয়াকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

দীর্ঘদিন গড়বেতা সহ নিজের এলাকায় ফিরতে পারেননি রাজ্যের প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্ত ঘোষ। সম্প্রতি আদালতের নির্দেশে ঘরে ফেরার আদেশ পেয়েছেন সুশান্ত ঘোষ। গত সপ্তাহে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে পৌঁছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি।

এর আগে প্রকাশ্যে দল বিরোধী কথা বলার জন্য সাসপেন্ড করা হয়েছিল সুশান্ত ঘোষকে। পরিস্থিতি এখন স্বাভাবিক। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে স্বমহিমায় ফিরতে চলেছেন বামফ্রন্ট মন্ত্রিসভার অন্যতম প্রাক্তন প্রভাবশালী এই মন্ত্রী। ফোনে সুশান্ত ঘোষ প্রতিবেদককে জানান,’সব সময় আমি ভালো থাকি। আমার কাছে ‘দুঃসময়’ বলে কিছু নেই।’

আরও পড়ুনঃ বামেদের সঙ্গে যে কোনও মূল্যে জোট চাই, প্রদেশ কংগ্রেস কে বার্তা রাহুলের

পরে তিনি আরও বলেন , “আমি সব সময় ভালো থাকি, খারাপ থাকার অবকাশ নেই। সব সময় ভালো।” আগামী ছয় ডিসেম্বর নিজের জেলায় যাবেন সুশান্ত ঘোষ। ইতিমধ্যেই দলের বহু নেতাকর্মী খুন হয়েছেন বা দল বদল করেছেন বাঁচার তাগিদে। মিথ্যে মামলায় জেরবার হওয়া বামকর্মীরা ঘরে ফেরার তাগিদে দলবদল করতে বাধ্য হয়েছেন। সুশান্ত ঘোষ এলাকায় ফেরার পর তারাও ফের পুরোনো দল সিপিআই(এম)-এ ফিরে আসার সম্ভাবনা বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই জঙ্গলমহলের সাতটি বিস্তীর্ণ এলাকার দায়িত্ব পেয়েছেন সুশান্ত ঘোষ। কেবলমাত্র জঙ্গলমহল নয় রাজ্যের বহু এলাকায় সমাবেশ করবেন তিনি। গত নয় বছরে আসলে কী ঘটেছিল, সে কথা জনসমাবেশে বলবেন সুশান্ত ঘোষ। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, চন্দ্রকোনা, দাসপুর সহ বিস্তীর্ণ এলাকায় ডিসেম্বর মাসজুড়ে সভা সমাবেশ করবেন তিনি।

আরও পড়ুনঃ রাজ্যপালের সম্মতিতে ‘লাভ জিহাদ’ বিরোধী অধ্যাদেশ আইনে রূপান্তর উত্তরপ্রদেশে

সিপিআই(এম)-এর দাবি বিধানসভা নির্বাচনের আগে মিথ্যে মামলায় জড়িয়ে যারা ঘরছাড়া হয়েছেন অথবা অন্য রাজনৈতিক দলে চলে গিয়েছেন, তাদের ঘরে ফেরানোর জন্য সুশান্ত ঘোষ উদ্যোগ নেবেন।

সিপিআই(এম)-র রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব মনে করছে, সুশান্ত ঘোষের সক্রিয় হওয়ায় মনোবল ফিরে পাবেন দলীয় কর্মীরা। চাঙ্গা হবে দলীয় সংগঠন। হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার হবে জঙ্গলমহলে। মানুষের কাছে ফিরছেন সুশান্ত ঘোষ আগামী মাসেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here