খড়দায় আক্রান্ত সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য

0
79

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ

খড়দায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। দলীয় কার্যালয়ে যাওয়ার পথে তাঁকে উদ্দেশ্য করে দুষ্কৃতীদের ছোঁড়া ইটের ঘায়ে আহত হন তিনি এমনটাই অভিযোগ। ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

Tanmay Bhattacharya
তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম নেতা

এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে অভিমত সিপিআইএম নেতারও। খড়দায় ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে বলে জানিয়েছেন তিনি। খড়দায় সাংবাদিক সম্মেলন করে সেকথা জানিয়েছেন তন্ময়বাবু। তিনি বলেন যে, দলীয় কার্যালয়ে ঢোকার মুখেই পিছন থেকে একটা পাথর বা ইট তাঁর ঘাড়ে এসে পড়ায় আহত হন তিনি। স্পষ্ট কাউকে দেখেননি তাই কাউকেই অভিযুক্ত করছেন না বলে জানিয়েছেন তন্ময় বাবু।

আরও পড়ুনঃ খড়দায় বাধাপ্রাপ্ত শোভনদেব, বিজেপির জয় সাহাকে ঘিরে তৃণমূলের স্লোগান, রিপোর্ট তলব কমিশনের

খড়দায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে বলে জানান তন্ময় ভট্টাচার্য, তবে সেগুলো ছাড়া ভোট শান্তিপূর্ণ বলেন তিনি এবং একারণে নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানান এই সিপিএম নেতা। সর্বোপরি নিজের আক্রান্ত হওয়ার ঘটনায় দলগত ভাবে তৃণমূলকেও কাঠগড়ায় তোলেননি তিনি, স্থানীয় কোন দুষ্কৃতির বলেই জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here