নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্রীয় সরকারের কালা কৃষি নীতি, শ্রমনীতি, শিক্ষা নীতি বাতিলের দাবিতেও রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলিকে বেসরকারিকরণ এর প্রতিবাদে ২৬ নভেম্বর বামপন্থী কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘট সফল করে তোলার জন্য মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বামেদের পক্ষ থেকে মিছিল ও পদযাত্রার আয়োজন করা হয়।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের পাশাপাশি চন্দ্রকোনা রোড, গড়বেতা, ফতেসিংপুর, সন্ধিপুর, গড়বেতা, ঘাটাল, দাসপুর-সহ জেলার বিভিন্ন এলাকায় মিছিল করে।
আরও পড়ুনঃ বাসের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার কান্দিতে, আটক ৩
২০১১ সালের পর বামেদের মিছিলে হাজার হাজার মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। যার ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে বামেরা আশার আলো দেখতে শুরু করেছে। যখন তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে ঠোকাঠুকি শুরু করেছে। সেই সময় বামেরা ঘর গোছাতে শুরু করেছে। একসময়ের গড় বেতার প্রতাপশালী সিপিএম নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ আদালত থেকে নিজের এলাকায় যাওয়ার অনুমতি পেয়েছে। যার ফলে গড়বেতার সিপিএম কর্মীরা জেগে উঠেছে।
আরও পড়ুনঃ সাংবাদিক সম্মেলন করে দল ত্যাগের ঘোষণা রামপুরহাটের স্থানীয় তৃণমূল নেতার
মঙ্গলবার সন্ধিপুর, ফতেসিংপুর, গড়বেতা, চন্দ্রকোনা রোড এলাকায় সিপিএমের মিছিলে মানুষের জনস্রোত ছিল চোখে পড়ার মতো। যার ফলে রাজনৈতিক মহল সিপিএমের মিছিলকে দেখে নতুন ভাবে বিধানসভা নির্বাচনে অংক করতে শুরু করেছে।
তবে বামেরা বলেছে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল নয়, বিজেপি নয়, বাম কংগ্রেস জোট রাজ্যে ক্ষমতায় আসবে। তাই ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করার জন্য সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানায় বামপন্থী নেতা ও কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584