একটা ফোন, দুঃস্থদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বাম ছাত্র যুবরা

0
20

মনিরুল হক, কোচবিহারঃ

মারণ ভাইরাস করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউনের ঘোষণা করেছে সরকার। তার জেরে মানুষ কর্মহীন হয়ে গৃহবন্দী রয়েছে। বাড়ির বাইরে যেতে পারছেনা সাধারন মানুষ।

লকডাউনে এই অসহায় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। তাদের মধ্যেই কোচবিহার জেলার এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে একটি সহায়তা কেন্দ্র খুলেছে। সেখানে একটি ফোন বা এসএমএস করলে দুঃস্থদের সাহায্য করতে এগিয়ে আসছেন কোচবিহার জেলার এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা।

cpim members distribute food to unprivileged | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, বুধবার নিউ কোচবিহার সংলগ্ন বাইশগুড়ি গ্রামে কয়েকটি পরিবার অভুক্ত রয়েছেন এমনটার ফোন আসে তাদের কাছে। এই খবর পাওয়া মাত্র কোচবিহার জেলার ডিওয়াইএফআই এর সহ-সভাপতি রমেন সরকার ছুটে যান। সেখানে গিয়ে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

এদিন তিনি জানিয়েছেন, গতকাল রাতে এসএফআই জেলা কমিটির সহায়তা কেন্দ্রে একটি ফোন আসে যে নিউ কোচবিহার সংলগ্ন বাইশগুড়ি গ্রামে কয়েকটি পরিবার অভুক্ত রয়েছেন।

cpim members distribute food to unprivileged | newsfront.co
নিজস্ব চিত্র

ওই খবর পেয়েই পরের দিন সকালে চাল, ডাল, সবজি নিয়ে সেই সমস্ত বাড়িতে পৌঁছে যান তারা। গ্রামের অভুক্ত পরিবার গুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন।

আরও পড়ুনঃ রক্তের সঙ্কট মেটাতে পুলিশ-তৃণমূল যৌথ উদ্যোগে রক্তদান শিবির কোচবিহারে

রমেন বাবু আরও বলেন, চকচকা গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন আরও বহু অসহায় পরিবার রয়েছে। এই সব অসহায় পরিবারের পাশে সরকার, বিভিন্ন সংগঠন যদি তাদের সামর্থ্য অনুযায়ী এসে পাশে না দাঁড়ায় তাহলে আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এমনি সাধারন মানুষ না খেতে পেয়ে মারা যাবে।

cpim members distribute food to unprivileged | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন অসহায় দুঃস্থদের মধ্যে মুকুল সরকার নামে এক ব্যক্তি জানিয়েছেন, স্থানীয় মানুষের কাছে শুনেছি কোচবিহার জেলার সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই নাকি অসহায় মানুষকে সাহায্যের জন্য একটি সহায়তা কেন্দ্র খুলেছে।

সেখানে ফোন করলে নাকি চাল দিয়ে যায়। তাই গতকাল রাতে এসএফআই জেলা অফিসে সাহায্যের জন্য ফোন করেছিলাম। সেই মোতাবেক সকাল বেলা উঠেই সেই সহায়তা কেন্দ্র থেকে একজন এসে আমাকে চাল ডাল আলু দিয়ে সাহায্য করে গেছেন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না।

তারা যেন অসহায় মানুষের পাশে এভাবে দাঁড়ায়। এটাই কামনা করি ওই সংগঠনের কাছ থেকে বলে জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here