রঘুনাথগঞ্জ থানাতে হারানো ফোন উদ্ধার ও রক্তদান

0
53

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

শনিবার রঘুনাথগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠানে, হারিয়ে যাওয়া ১৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল মোবাইল মালিকের হাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ‘‘উৎসর্গ”স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে রঘুনাথগঞ্জ থানা এবং জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ কর্মীরা। এদিনের শিবিরে রঘুনাথগঞ্জ থানার সমস্ত পুলিশ সহ সিভিক ভলেন্টিয়াররা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃ নগর এলাকায় বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত মোট চারজন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন রঘুনাথগঞ্জ ২ ব্লকের বিধায়ক তথা বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর ভোলানাথ পান্ডে এসডিপিও বিদ্যুৎ তরফদার, রঘুনাথগঞ্জ থানার আইসি পার্থ ঘোষ ডিএসপি ট্রাফিক বিভাগ আব্দুল কাইয়ুম, এবং বিশিষ্ট সমাজসেবী শাহাদাত হোসেন প্রমুখ। এদিনে শিবিরে প্রায় ১৫১ টি  হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি তাদের মালিকের হাতে  তুলে দিলো রঘুনাথগঞ্জ থানার পুলিশ। সকল স্তরের মানুষ এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here