নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
চোপড়াকাণ্ডে এবার বিচার বিভাগীয় তদন্ত দাবি করল বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই।
সংগঠনের এক প্রতিনিধি দল সোমবার দুপুরে চোপড়ায় মৃত কিশোরী মাম্পি সিংয়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সংগঠনের জেলা সভাপতি গৌতম বর্মন জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে তাদের প্রতিনিধি দলকে নানা অভিযোগের কথা জানানো হয়েছে।
চোপড়াতে থাকাকালীন ডিওয়াইএফ আই নেতৃত্বের কাছে খবর আসে, ঘটনায় অভিযুক্ত যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। আগের দিন মাম্পির মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল তার পাশেই নয়ানজুলিতে ঐ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহ চোপড়া থানায় নিয়ে গেছে।
গৌতম বাবু বলেন, “ঘটনার রহস্য একদম অন্য একটা মোড় নিয়েছে। দু’জনই আত্মহত্যা করেছেন, নাকি দুজনকেই খুন করা হয়েছে, তার পূর্নাঙ্গ তদন্ত হওয়া উচিত। রাজ্য পুলিশের ওপর ভরসা না রেখে বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন।
আরও পড়ুনঃ মহিলাদের উত্যক্ত করা নিয়ে প্রতিবাদ করায় গুলিবিদ্ধ যুবক
এছাড়াও গতকাল রাস্তায় নেমে যারা সরকারি সম্পত্তি ও মানুষের ক্ষয়ক্ষতি করেছে, তদন্ত করে তাদেরও শাস্তি হওয়া উচিত।’ মৃত যুবকের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতেও তারা ফের চোপড়াতে যাবেন বলে জানিয়েছেন।
এদিন ওই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য সামি খান, সম্পাদক মন্ডলীর সদস্য বিদ্যুত তরফদার, তাপস দাস, চোপড়া উত্তর লোকাল সম্পাদক পার্থ ভৌমিক, চোপড়া দক্ষিন লোকাল সম্পাদক আনসারুল, জেলা কমিটির সদস্য সুজন দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584