নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
সরকারি খাস জমিতে অবৈধ নির্মাণ। উপরন্তু সরকারি ইট চুরি করে তৈরি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস, অভিযোগ সিপিএমের। বংশীহারী ব্লকের নুরপুরের ঘটনা ।
নুরপুর এলাকায় তৈরি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস। সিপিএমের অভিযোগ, সরকারি দল হওয়ার সুবাদে অবৈধভাবে সরকারি জমিতে পাকাপাকিভাবে নির্মাণ করা হচ্ছে। সূত্রের খবর, সিপিএমের পক্ষ থেকে আগামীকাল বিডিও’র কাছে এই ঘটনার প্রতিবাদে ডেপুটেশন দেওয়া হবে।
আরও পড়ুনঃ চন্দ্রকোনা রোডের ডিগ্রী এলাকা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার
দক্ষিণ দিনাজপুর জেলার নূরপুর এলাকায় অনেকদিন থেকে বন্ধ জেলা পরিষদের ইটভাটা। তার ঠিক পাশেই গড়ে উঠছে তৃণমূলের পার্টি অফিস। অভিযোগ, বন্ধ ইটভাটার ইট চুরি করে সরকারি জমিতে রাতারাতি গড়ে উঠছে তৃণমূলের পার্টি অফিস । প্রায় দেড় থেকে দুই শতক জায়গা জুড়ে এই পার্টি অফিস তৈরি হচ্ছে। বংশীহারী ব্লকের মাইনোরিটি সেলের সভাপতি আজগার আলির বিরুদ্ধে এই অভিযোগ তুলছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।
যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে ইটভাটার পাশে থাকা আদিবাসীরা ইট চুরি করেছিল।
আরও পড়ুনঃ ডেবরায় অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধার
দক্ষিণ দিনাজপুর জেলার সিপিএমের জেলা সম্পাদক এবং প্রাক্তন ক্ষুদ্র কুটির মন্ত্রী নারায়ন বিশ্বাস জানান, দুর্নীতিতে সরকার এবং শাসক দল মিলে মিশে গিয়েছে। লুটতরাজ চালাচ্ছে । এটি তারই একটি উদাহরণ।
যদিও অভিযুক্ত তৃণমূল নেতা আজগার আলি অবশ্য সরকারি জায়গায় পার্টি অফিস তৈরির বিষয়টি এড়িয়ে যান।
এই বিষয়ে বংশীহারী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদেষ্ণা পাল জানান, বিষয়টি জানা ছিল না। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। যদি খাস জমি হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584