নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
লকডাউন ও আমপানে বিধ্বস্ত মানুষদের খাওয়ানোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন বামদল ও গণ সংগঠনের কর্মীরা। ঝাড়গ্রাম শহরে শুরু হল কমিউনিটি কিচেন।
সিপিআই দলের ঝাড়গ্রাম লোকাল কমিটির উদ্যোগে এবং সিপিআইয়ের ছাত্র (এআইএসএফ) ও শ্রমিক (এআইটিইউসি) সংগঠনের সহযোগিতায় পাঁচদিন ধরে চলবে গরিব মানুষজনের জন্য রান্নাঘর।
সিপিআইয়ের ঝাড়গ্রাম লোকাল কমিটির সম্পাদক অসীম রায় জানালেন, রবিবার ঘোড়াধরা এলাকায় রেক সাইডিং-এ ২০০ জনকে সামাজিক দূরত্ব বজায় রেখে ভাত, তরকারি ও ডিমের ঝোল বিলি করা হয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত এই কমিউনিটি কিচেন থেকে গরিব মানুষজনদের জন্য রান্না করা খাবার বিলি করা হবে।
আরও পড়ুনঃ ভিন রাজ্য থেকে ফিরেই হোম কোয়ারেন্টাইনে, সংবর্ধিত কাউন্সিলার
এদিন রেক সাইডিং এলাকার বস্তিবাসীদের খাবার দেওয়া হয়। অসীমবাবু জানান, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় কমিউনিটি কিচেন-এর মাধ্যমে রান্না করা খাবার বিলি করা হবে।
উপযুক্ত ভাবে জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করে গ্লাভস, মাস্ক ও হেডক্যাপ ব্যবহার করে রান্না করা হচ্ছে। খাবার বিলি করার সময়েও সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584