অতনু ঘোষ, পূর্ব বর্ধমানঃ
কেন্দ্রীয় সরকারের কৃষক বিলের প্রতিবাদে আজ সারা ভারতবর্ষ জুড়ে বামেদের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হয়েছে।
কৃষকের স্বার্থ দেখা হয়নি বলে অভিযোগ তুলে বিল নিয়ে প্রতিবাদের সুর চড়িয়েছে বিরোধী দলগুলিও।তাই আজ মেমারি থানার অন্তর্গত পালসিটে জাতীয় সড়কের উপর সারা ভারত কৃষক সভার সম্পাদক অমল হালদারের নেতৃত্বে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
আরও পড়ুনঃ পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ চককাশিতে
প্রায় হাজার খানেক মানুষ সিপিআইএমের দলীয় পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভে শামিল হয়। করোনা আবহের মধ্যে ব্যস্ত রাস্তায় হঠাৎ অবরোধ হওয়ার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এদিন। দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এরপর মেমারি থানার পুলিশ এসে নেতৃত্বের সঙ্গে কথা বললে প্রায় ঘন্টাখানেক ধরে চলা পথ অবরোধ বিক্ষোভকারীরা তুলে নেয়।
তবে বিক্ষোভকারীরা এই পথ অবরোধ থেকে হুঁশিয়ারি দেন যে, আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করে তবে ভবিষ্যতে আরও বড়ো আন্দোলনের পথে যাবেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584