মুর্শিদাবাদে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ

0
103

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আজ বহরমপুর খাগড়াঘাট এলাকায় এসএফআইয়ের জেলা সভাপতি জোসেফ হোসেন ও সিটুর ব্লক সভাপতি অরুনময় দাস এবং সিপিএমের জেলা কাউন্সিলের মেম্বার আব্দুস সালাম-সহ কয়েক-শো কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন সৌমিক হোসেনের হাত ধরে। আর এর ফলে জেলায় তৃণমূলের বিধানসভার আগে অনেকটাই শক্তি বৃদ্ধি হল বলে মনে করছেন রাজনৈতিক মহল।

tmc party | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সোম থেকে শনি মেট্রো চালানোর প্রস্তাব, রবিবার বন্ধ

এদিন দল বদল করে জোসেফ বলেন, দীর্ঘদিন ঘরে আমি রাজনীতি করছি ,এখন আমার মনে হল যে শাসক দলে যোগদিলে সাধারণ মানুষের জন্য বেশি কাজ করতে পারবো বলে আর অভিষেক ব্যানার্জি ও জেলার নেতা সৌমিক হোসেনের কাজে অনুপ্রাণিত হয়ে আজ আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম আমার সঙ্গে প্রায় একশো জন কর্মী সমর্থক আজ তৃণমূলের ছায়াতলে আসলেন।

members | newsfront.co
দল বদল ৷ নিজস্ব চিত্র

যদিও এসএফআই জেলা সম্পাদক জানান যে, বিভিন্ন ভাবে বড়দের বাদ দিয়ে ইচ্ছা মত কাজ করে বেড়াচ্ছিলেন সেই জন্যে আজ ১ সেপ্টেম্বর এসএফআই মুর্শিদাবাদ জেলা সভাপতি ও পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়। এরা বিশ্বাসঘাতক। যদিও জোসেফ এই অভিযোগ অস্বীকার করেছেন। আমি আগে পদ ও দল ছেড়ে এসেছি।

আরও পড়ুনঃ জিডিপি নিয়ে আলোচনা দেশের মানুষ, দর্শকদের সময় নষ্ট করা- ভাইরাল ভিডিও

এদিন সৌমিক হোসেন জানান যে, আমি একজন কর্মীমাত্র আমি কোনো নেতা নই আমার নেতা অভিষেক ব্যানার্জি তার নেতৃত্বে আমি কাজ করে চলেছি আর সেই কাজে অনুপ্রেরণা হয়ে তৃণমূল কংগ্রেস যোগদান করছেন, আগামী বিধান সভায় মুর্শিদাবাদ জেলার ২২টি বিধান সভায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিপুল ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জি হাতে তুলে দেবে মুর্শিদাবাদের সাধারণ মানুষ।

মমতা ও অভিষেক ব্যানার্জি কাজ দেখে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমপ্রতিমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান সুব্রত সাহা-সহ জেলা তৃণমূল নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here