পোস্ট অফিসে পরিষেবা স্বাভাবিকের দাবিতে আন্দোলনে বামেরা

0
21

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

পোস্ট অফিসের প্রধান ফটক নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার দাবিতে আন্দোলনে নামলো বাম যুব সংগঠন। পাশাপাশি পোস্ট অফিসে সব কাউন্টার খোলারও দাবি জানানো হয়। বৃহস্পতিবার বেশ কয়েক দফা দাবিতে ইসলামপুরের পোস্টমাস্টারকে বৃহস্পতিবার স্মারকলিপি দিল এসএফআই ও ডিওয়াইএফআই।

cpim protest | newsfront.co
নিজস্ব চিত্র

ডি ওয়াই এফ আই এর ইসলামপুর উত্তর লোকাল কমিটির সম্পাদক সুজন দাস ও এস এফ আই এর ইসলামপুর উত্তর লোকাল সম্পাদক কনক সরকারর জানান, সংশ্লিষ্ট দাবির পাশাপাশি স্মারকলিপিতে জানানো হয়েছে, সার্ভার ডাউন, লিংক প্রায়ই খারাপ থাকে।

আরও পড়ুনঃ বহরমপুর ফিরল কেরালা থেকে পরিযায়ী শ্রমিকের দল

বিভিন্ন কারণে প্রতিনিয়ত গ্রাহকদের হয়রান করা হয়। তা বন্ধ করতে হবে। লম্বা লাইনের কথা চিন্তা করে গ্রাহকদের একটি শেডের ব্যবস্থা করতে হবে। এছাড়াও পাসপোর্ট পরিষেবা চালুর জন্য সরকারি অনুমোদন পাওয়া গেলেও তা চালু হয়নি। অবিলম্বে তা চালু করার দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট দাবিগুলো পূরণ না হলে ফের এই দুই সংগঠনের পক্ষ থেকে আন্দোলন আরো জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here