নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করল জেলা বামফ্রন্ট। সকলের জন্য খাদ্য, চিকিৎসা এবং বেকার ভাতার দাবিসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখান বাম নেতারা।
মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবন চত্বরে অবস্থান শুরু করেন জেলা বামফ্রন্টের নেতা নেত্রীরা। ব্যানার, পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বামফ্রন্টের নেতা কর্মীরা। নেতৃত্ব দেন সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র। উপস্থিত ছিলেন, ফরওয়ার্ড ব্লক নেতা শ্রীমন্ত মিত্র, আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে, সিপিএমের যুব নেতা কৌশিক মিশ্র সহ অন্যান্য নেতা নেত্রীরা।
আরও পড়ুনঃ বিভিন্ন দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন যুব কংগ্রেসের
প্রায় ৩ মাস ধরে সারাদেশে সঙ্গে মালদহ জেলাতেও করোনা মোকাবিলায় চলছে লকডাউন। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। তাদের খাদ্য,চিকিৎসা এবং বেকার ভাতার দাবিতেই এই অবস্থান বিক্ষোভ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584