রায়গঞ্জে রেলের বেসরকারীকরণের বিরুদ্ধে বামেদের মিছিল

0
65

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

রবিবারের তীব্র গরম এবং চড়া রোদকে উপেক্ষা করেই লাল ঝান্ডার মিছিল বের হল রায়গঞ্জে। দীর্ঘদিন পরে আবার এত বড় বামেদের মিছিল দেখলেন রায়গঞ্জ শহরের মানুষ। মিছিলে অংশগ্রহনকারী প্রত্যেকে মুখে মাস্ক ও দৈহিক দূরত্ব বজায় রেখেই মিছিলে অংশ নিয়েছিলেন ।

cpim | newsfront.co
মিছিল ৷ নিজস্ব চিত্র

কয়েক হাজার মানুষের মিছিলে দৃঢ় আওয়াজ উঠেছে ভারতবর্ষের মেরুদন্ড রেলের বেসরকারিকরণকে রুখতেই হবে । মিছিল থেকে স্লোগান উঠেছে যে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার দেশ রক্ষায় ব্যর্থ। রাজ্যজুড়ে নৈরাজ্যের প্রতিবাদে সিআইটিইউ, সারাভারত কৃষক সভা, ছাত্র যুবদের মিছিল শুরু হয়েছিল রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে। তীব্র গরম আর চড়া রোদকে উপেক্ষা করেই মিছিলে কয়েকশ পরিযায়ী শ্রমিক , আদিবাসী বামপন্থী মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতি নিয়ে গড়বেতায় প্রশাসনিক বৈঠক

উপচে পড়া মানুষের ভিড় ঠাসা মিছিলে শহরের ব্যস্ততম দিনেও যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। জেলা বাম নেতা অপূর্ব পাল, কৃষক সভার জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার, সিআইটিইউ জেলা সভাপতি পরিতোষ দেবনাথ, ছাত্র যুব দল এবং মহিলারা নেতৃত্ব দিয়েছিলেন এই মিছিলে। মিছিলটি শহর ঘুরে এসে শেষ হয় রায়গঞ্জ শহরের উকিল পাড়াতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here