পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ডালখোলার ঝিটিকিয়া মসজিদে বোমা বিস্ফোরণ কান্ডে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দাবীতে বামফ্রন্টের ডাকে শান্তি সভা অনুষ্ঠিত হল।উল্লেখ্য বিগত মাসের ২৯ তারিখে ঝিটকিয়া জামিয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে বৃহস্পতিবার রাতে বোমা বিস্ফরন ঘটেছিল।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়।বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পুলিশ প্রশাসনকে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবী জানালে পুলিশ সাত দিন সময় নিয়েছিল।পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।ঘটনাস্থলে ফরেন্সিক টিমের দুই সদস্য পরিদর্শন করে গিয়েছেন বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে। গতকাল শনিবার ডালখোলা থানায় একটি শান্তি বৈঠক হলে পুলিশের দেওয়া সাত দিন সময়ে পুলিশ কি অগ্রগতি ঘটেছে তা জানতে চাইলে পুলিশ কোন জবাব দিতে ব্যর্থ হয়েছে বলে শান্তি কমিটির সদস্যরা জানিয়েছেন।
এদিনের সভায় রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার মানুষে মানুষে বিভেদের রাজনীতি করছেন। ঝিটকিয়া মসজিদে বোমা বিস্ফারণ কান্ড নিয়ে সেলিম বলেন, সাতদিন পার হলেও প্রকৃত দোষীকে গ্রেফতার করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।ঘটনার আটদিন পরেও জেলা পুলিশ সুপার ও জেলা শাসক একবারের জন্যও আসেনি।তিনি কমলাবাড়ি মসজিদের কথাও উল্লেখ করে বলেন আজকেও তার কোন হদিশ করতে পারেনি পুলিশ। এদিনের শান্তি সভায় বক্তব্য রাখেন, সিপিআইএমের কানকি জোনাল কমিটির সম্পাদক অশোক সিং , ফরোয়ার্ড ব্লকের চাকুলিয়া লোকাল কমিটির সম্পাদক। আবুল কালাম,সিপিআইএমের চাকুলিয়া জোনাল কমিটির সম্পাদক।এই দাবিতে দীর্ঘক্ষণ ৩১নং জাতীয় সড়ক সুজাপুরে জাতীয় সড়ক অবরোধ করেন।
আরও পড়ুন: দাড়িভিটে স্কুল খুলতে অভিভাবকদের সঙ্গে নিয়ে তৃণমূলের আন্দোলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584