সায়নিকা সরকার, মালদহঃ
ভিনরাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের পাশে দাঁড়াল বাম কৃষক, ক্ষেতমজুর ও শ্রমিক সংগঠন। তাদের দাবি, প্রত্যেকের লালারস পরীক্ষা করা ছাড়াও ১৪ দিন কোয়ারেন্টাইনে রেখে তাদের পুষ্টিকর খাবার দিতে হবে। এছাড়া লকডাউনে ক্ষতিগ্রস্থ দুঃস্থ মানুষদের প্রত্যেককে সাড়ে সাত হাজার টাকা দিতে হবে। এমনই একাধিক দাবিতে শুক্রবার মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল বামেদের কৃষক, খেতমজুর ও শ্রমিকদের সংগঠন।
এদিন দুপুরে প্রথমে বামেদের মিছিল করে গোটা এলাকা প্রদক্ষিণ করে। তারপরে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সামনে সামাজিক দূরত্ব বিধি মেনে শুরু হয় জমায়েত। পরে গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষের হাতে স্মারকলিপিও তুলে দেন সংগঠনের নেতারা।
আরও পড়ুনঃ করোনার থাবা পাহাড়ে,দার্জিলিং জেলায় নতুন করে আক্রান্ত ৫
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিপূরণ ছাড়াও একাধিক দাবিদাওয়া রয়েছে তাদের। চাষিদের ভর্তুকি দিয়ে সার, বীজ, ডিজেল সরবরাহ করা ও গ্রামে গ্রামে ক্যাম্প করে চাষিদের কাছে থেকে সরকারি দামে ফসল কিনতে হবে। এছাড়া অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা ও রেশনে গরিব মানুষদের মাথাপিছু খাদ্যসামগ্রী দেওয়ারও দাবি রয়েছে তাদের। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভের পর মুখ্যমন্ত্রীকেও ওই দাবিপত্র পাঠানো হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584