নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
ভোটের দিনক্ষণ ঘোষণা হতে সম্ভবত আর কয়েক দিন বাকি। সামনে তৃণমূল, বিজেপির মত শক্তিশালী প্রতিপক্ষ। তাই দক্ষিণ দিনাজপুরের দুর্গ অক্ষত রাখতে কেন্দ্রের জন বিরোধী নীতিকে হাতিয়ার করে আজ থেকেই কার্যত নির্বাচনী প্রচারে নেমে পড়ল জেলা বামফ্রন্ট।
ভোটের আগে কর্মীবাহিনীকে চাঙ্গা করে তুলতে,কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলায় জমায়েত করল জেলা বামফ্রন্ট। আজকের এই সভায় প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ জমায়েত হয়েছিল বলে নেতৃত্বদের মত।
লোকসভা নির্বাচনের ক্ষতকে সারিয়ে বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে নেমে পড়েছেন বাম নেতৃত্ব। বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে বামেদের জমায়েত মিছিল-মিটিং ইত্যাদি নজরে পড়ছে। সেগুলোতে মানুষের উপস্থিতিও যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে।
শুধু দল নয়, বামফ্রন্টের কৃষক সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন, মহিলা সংগঠনের বিভিন্ন ইস্যুতে আন্দোলন ও জমায়েত নজরে আসছে। আজকের জমায়েত লক্ষ করলে সে দিক থেকে জেলা বামফ্রন্টকে সামনের ভোটে বাড়তি সুবিধে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আজ দুপুরে বালুরঘাট শহরের জেলা শাসকের দফতরের সামনে বামেদের আয়োজিত এই সভা যদিও কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন জনবিরোধীনীতির বিরুদ্ধে। সেই জনসমাবেশে যোগ দিতে আজ সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় গাড়ি করে বালুরঘাট শহরের বাইরে জড় হন বামফ্রন্টের নেতা,কর্মী,সমর্থকেরা।
আরও পড়ুনঃ অভিষেক গড়ে ধাক্কা খেল তৃণমূল, গেরুয়া শিবিরে পদার্পণ দীপক হালদারের
দুপুর একটার সময় শহরের সেই প্রান্ত থেকে নেতা কর্মী সমর্থকরা মিছিল করে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমণ করে জেলা শাসকের দফতরের সামনে বামেদের সভাস্থলে এসে জমায়েত হন।কংগ্রেসের সাথে এখনও রাজ্যে জোট প্রক্রিয়া সম্পন্ন না হলেও, কংগ্রেসকে সাথে নিয়ে ধারাবাহিক বিভিন্ন আন্দোলনের রূপরেখাও তৈরি করে ফেলেছে বামফ্রন্ট নেতৃত্ব।
আরও পড়ুনঃ পূর্ণতা পায়নি প্রতিশ্রুতি, জেলা শাসকের দফতরে বিক্ষোভ শালবনীর ১৫৫টি পরিবার
প্রসঙ্গত বিগত ২০১৬ সালের বিধানসভা ভোটে তৃণমূলের হাত থেকে ৪ টি আসন ছিনিয়ে নিতে সক্ষম হলেও ২০১৯ এর লোকসভা নির্বাচনে কিন্তু একদা ২০০৯ সাল পর্যন্ত বামেদের হাতে থাকা বালুরঘাট আসনটি হারাতে হয়েছিল বিজেপির কাছে।
ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার সমীকরণ বদলাতে শুরু করে। দ্রুত উঠে আসতে থাকে কেন্দ্রের শাসক দল বিজেপি। বেশকিছু বাম, কংগ্রেস নেতা যোগ দেন বিজেপিতে। সেদিক দিয়ে দেখলে আজকের বামেদের এই মিছিল ও জনসমাবেশ কতটা আসন্ন বিধানসভা ভোটে তাদের হাতে থাকা আসন গুলি ধরে রাখতে সক্ষম হবে তাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584