পুর এলাকার সমস্যা নিয়ে মেদিনীপুরে বিক্ষোভ প্রদর্শন সিপিএমের

0
22

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শুক্রবার সকালে পুর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে মেদিনীপুর পুরসভায় বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন দিল সিপিআইএমের মেদিনীপুর শহর পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটি।

cpim protest | newsfront.co
নিজস্ব চিত্র

দলের মূল দাবি গুলি ছিল,ঘূর্ণিঝড় আমপান পরবর্তী সময়ে ত্রাণ বন্টনে দুর্নীতি ও দলবাজি রোধ করা, কোন এলাকায় কে কী ক্ষতিপূরণ পাচ্ছেন তার তালিকা প্রকাশ করা ,আসন্ন বর্ষায় ডেঙ্গুর সমস্যা থেকে মুক্তির জন্য অগ্রিম ব্যবস্থা গ্রহণ, শহরের বিভিন্ন নিকাশী নালাগুলির সংস্কার, শহরের প্রবাসী শ্রমিকদের জন্য তৈরী বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে খাদ্য সরবরাহ ও স্বাস্থ্য বিধি রক্ষায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। পাশাপাশি শহরের যে সব রাস্তাঘাটে খানাখন্দ রয়েছে অবিলম্বে সেগুলোর সংস্কার করারও দাবি তোলা হয়।

আরও পড়ুনঃ করোনা সঙ্কটের মাঝে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম

ডেপুটেশন দিতে কমল ঘোষ, পাপিয়া চৌধুরী, সঞ্জয় সিনহা, সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভিতরে প্রবেশ করে। অন্যদিকে সুকুমার আচার্য,, মোহন দাস, পল্লব সরকার, মৃণাল সুর ,ক্ষমা ভৌমিক, অভিজিৎ দে প্রমুখের নেতৃত্বে পুরসভার বাইরে স্লোগান ও বিক্ষোভ চলতে থাকে। পুর প্রশাসকের অনুপস্থিতিতে পুরসভার বড়বাবু ডেপুটেশন গ্রহণ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here