১২ দফা দাবিতে ডেপুটেশন বামেদের

0
48

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

১২ দফা দাবিতে ডেপুটেশন জমা দিলেন পশ্চিম পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলি। এই কর্মসূচিতে হাজির ছিলেন পাঁশকুড়া ব্লকের বাম কর্মীরাও। এদিন বামেরা অভিযোগ করেন, আমপানের ঝড়ের পর থেকেই শাসকদল সাধারণ নাগরিকের অধিকার লুঠ করে চলেছে। তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। স্বজনপোষন চলেছে। তাদের দাবি, আমপানে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।

Deputation | newsfront.co
নিজস্ব চিত্র

আমপানকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে। দ্রুত পুনর্বাসন প্যাকেজের ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী কিষাণবিধি প্রকল্পের ৬০০০ টাকা রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পের ৫০০০ কৃষকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। সমস্ত করোনা আক্রান্ত মানুষদের বিনা খরচে চিকিৎসা করতে হবে। কৃষকদের ২০০ দিনের কাজ এবং ৬০০ টাকা মজুরির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমপান ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করতে হবে ও আবাস যোজনার তালিকা প্রকাশ করতে হবে।

আরও পড়ুনঃ একটানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার

বিধায়ক বলেন, ‘এর আগে দুবার এসেও ডেপুটেশন দিয়েও কোনো লাভ হয়নি। দাবিদাওয়া সমূহের কাগজ আবর্জনা স্তূপে ফেলে দিয়েছিলেন বিডিও। আজ আবারও ডেপুটেশন দিলাম। এরপর যদি কাজ না হয়,তবে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন নামব।’ তিনি আরও বলেন, ‘আমপান ক্ষতিগ্রস্তদের তালিকায় যাঁদের নাম নেই,তাঁদের নাম ঢোকাতে হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here