নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
প্রতিটি এলাকায় র্যাপিড টেস্ট করার দাবি জানিয়ে ডেপুটেশন দিল সিপিএম। বৃহস্পতিবার সিপিএমের চোপড়া লোকাল কমিটি, মূলত ১০ দফা দাবিতে চোপড়ার বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। এদিন বিডিওর দফতরে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী আনোয়ারুল হক।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দান প্রাথমিক শিক্ষক সংগঠনের
এ বিষয়ে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবিলায় সাধারণ মানুষের স্বার্থে এদিন চোপড়া ব্লক প্রশাসনের কাছে বেশ কয়েকটির দাবিতে স্মারকলিপি দেওয়া হল। যদিও তাদের দাবিগুলি হল- মানুষের স্বার্থে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের তথ্য গোপন করা যাবে না।
পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী মজুত রাখতে হবে। যার রেশন কার্ড নেই, তাদেরকেও রেশন সামগ্রী দিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584