নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
৬ ডিসেম্বর,১৯৯২ সালে এই দিনে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ঘটেছে,তারাই প্রতিবাদে মেদিনীপুর শহরে জেলা সিপিআইএমের পক্ষ থেকে একটি মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে,মূলত সেই সময় যেভাবে সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি হয়ে ছিলো ঠিক তেমনি এখনো রাজনৈতিক উসকানিতে সাম্প্রদায়িক সম্প্রতি বিঘ্নিত।তারই প্রতিবাদে এই মিছিল,রাজ্যের প্রত্যেক জেলায় এই মিছিলের মাধ্যামে প্রতিবাদ জানানো হয়,শুধু তাই নয় আগে সিপিআইএম এই দিনটিকে কলা দিবস হিসেবে করতো বলে সিপিআইএম সূত্রে জানা যায়।
অন্য দিকে জেলা তৃণমূল যুব কংগ্রেস পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে মিছিল করে সারা শহর পরিক্রমা করে,এই মিছিলে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামপ্রসাদ গিরিকেও এই মিছিলে পা মেলাতে লক্ষ করা যায়।
আরও পড়ুন: আশ্বাসই সার,ঘটেই চলেছে একের পর এক মন্দিরে চুরি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584