‘এবার লড়াইয়ে জিততে হবে’, বুদ্ধদেবের মুখ থেকে শুনতে চায় ব্রিগেড

0
122

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

চলতি মাসের শেষ রবিবারের ব্রিগেডের জনসভায় উপস্থিত থাকুন বুদ্ধদেব ভট্টাচার্য, এমনটাই চাইছেন সিপিআই(এম) কর্মীরা। তাদের আশা বুদ্ধবাবুর কণ্ঠে থাকুক একটাই আওয়াজ, ‘এবার লড়াইয়ে জিততে হবে।’ এক্ষেত্রে বুদ্ধবাবু যদি সশরীরে না এসে ভার্চুয়ালিও আসেন তবুও ঘাটতি পড়বে না বামেদের আবেগের।

buddhadeb bhattacharjee | newsfront.co
ফাইল চিত্র

তাদের প্রবল ইচ্ছে ব্রিগেডের সভায় ই-বার্তা দিন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে রোগশয্যায়। চলতি মাসের শেষ রবিবার ব্রিগেড সমাবেশ বামফ্রন্টের। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং পার্টির ছাত্র, যুব, তরুণরা চাইছেন ব্রিগেড সমাবেশে অন্তত ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখুন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

আরও পড়ুনঃ কৃষকদের বাড়িতে খেয়ে বিজেপি নেতারা কৃষক দরদী সাজার চেষ্টা করছেন! অভিযোগ তৃণমূলের

সোশ্যাল মিডিয়া-সহ রাজ্য কমিটির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, অন্তত একবার বুদ্ধদেব ভট্টাচার্য আগত দর্শকদের প্রতি বলুন, “এই লড়াইয়ে জিততে হবে৷” বাকিটা সফল করার দায়িত্ব ব্রিগেডে আসা দলীয় কর্মীদের।বুদ্ধদেব ভট্টাচার্যের পারিবারিক সূত্রে খবর, শারীরিক অবস্থা ভালো নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এই অবস্থায় ভার্চুয়াল পদ্ধতিতে তিনি কতটা সাবলীল ভাবে বার্তা দিতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে।

চব্বিশ ঘন্টা অক্সিজেনের সাপোর্ট নিয়েই বাড়িতে থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শরীর সুস্থ থাকলে অবশ্যই তিনি ব্রিগেডেই চলে যেতেন। এবছরও শরীর সুস্থ থাকলে তিনি ব্রিগেডে যাওয়ার চেষ্টা করবেন। না হলেও ব্রিগেডে আগত দলীয় কর্মীদের প্রতি বার্তা দেবেন ভার্চুয়াল পদ্ধতিতে। সবটাই নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর।

আরও পড়ুনঃ তৃণমূলের বৃদ্ধি ঘটিয়ে মুরারইয়ে অস্তিত্ব হারাল ‘মিম’

প্রসঙ্গত, বামফ্রন্টের শেষ ব্রিগেডেও শারীরিক অসুস্থতা সত্ত্বেও শেষ পর্যন্ত এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকালে স্নান সেরেই ঠিক করেছিলেন ব্রিগেড তিনি আসবেন। যেমন, ইচ্ছা তেমন কাজ। গাড়ি থেকে নামেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। সস্ত্রীক গাড়িতেই বসে রইলেন কিছুক্ষণ ব্রিগেডের মাঠে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here