নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দূর্গা পূজার চাঁদার জন্য জোর জুলুমবাজ করে স্কুল শিক্ষককে হেনস্থা করার অভিযোগ উঠল স্থানীয় পূজা কমিটির বিরুদ্ধে।অভিযোগ ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার হাড়দা অঞ্চলের একটি দুর্গাপুজো কমিটির সদস্যরা ওই স্কুল শিক্ষকদের মোবাইল কেড়ে নেয়,তাদের জামা ছিঁড়ে ধাক্কা দিয়ে হেনস্থা করেন।এই ঘটনার পরেই বিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের হেনস্থা হতে দেখে বিদ্যালয়ের সামনে পথ অবরোধ শুরু করে।ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে বিনপুর থানার হাড়দা রামকৃষ্ণ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে।
শিক্ষকদের অভিযোগ হাড়দা অঞ্চলের একটি দূর্গা পুজা কমিটি বিদ্যালয়ের শিক্ষকদের মাথা পিছু এক হাজার টাকা করে চাঁদা দেওয়ার জন্য জোর জুলুমবাজি শুরু করে।শিক্ষকরা যৌথ ভাবে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন,কিন্তু শিক্ষকদের অভিযোগ এদিন পূজা কমিটির লোকজন জোর জবরদস্তি করতে থাকে এককভাবে চাঁদা দেওয়ার জন্য।এরপর শিক্ষকদের সাথে তারা অত্যন্ত খারাপ ব্যবহার শুরু করে ,শিক্ষকদের মোবাইল কেড়ে নেওয়া হয় এমনকি শিক্ষকদের ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে জামা ছিঁড়ে দেওয়া হয়।বিপর্যস্ত হয়ে পড়েন শিক্ষকরা।বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে এই বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন প্রায় পনেরো জন।প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে চাঁদা চাওয়া হয়েছে ।শিক্ষকরা এই বিশাল অঙ্কের টাকা দিতে অস্বীকার করায় তাদের ব্যাপক হেনস্থা করার অভিযোগ উঠেছে ঐ পূজা কমিটির বিরুদ্ধে।বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে ছাত্রদের সামনেই ক্লাস চলাকালীন শিক্ষকদের হেনস্থা করা হয়।আর এই ঘটনায় ছাত্ররা তীব্র প্রতিবাদ করে তারা বিদ্যালয়ের সামনেই শিক্ষকদের সাথে পথ অবরোধে বসে।পরে পুজা কমিটি শনিবার আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের হওয়ার কথা দিলে অবরোধ উঠে যায়।বিদ্যালয়ের শিক্ষক ঝন্টু মন্ডল বলেন চাঁদার জন্য আমাদের শিক্ষকদের মোবাইল কেড়ে নেওয়া হয়, জামা ছিঁড়ে দেওয়া হয়।ছাত্ররা প্রতিবাদ করে পথ অবরোধ করেছিল।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত কুমার গিরি বলেন” আমরা শিক্ষকরা যৌথভাবে চাঁদা দেওয়ার জন্য বলেছি।কিন্তু পূজা কমিটির লোকজন মাথা পিছু হাজার টাকা করে চাঁদার জন্য জোর করে।শিক্ষকদের মোবাইল ওরা কেড়ে নিয়েছিল।শিক্ষকদের হেনস্থাও করা হয়েছে।ছাত্ররা প্রতিবাদে পথ অবরোধ করেছিল।শনিবার আলোচনায় বসার কথা আছে।আশা করা যায় আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের হবে।”অন্য দিকে এদিনের এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।অন্যদিকে ছাত্রদের সামনে যেভাবে শিক্ষকদের হেনস্থা করা হয়েছে তাতে মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষকরা।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে সুব্রতকে সরিয়ে শুভেন্দুতেই ভরসা মমতার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584