নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পরিযায়ী শ্রমিকরা যাতে নিশ্চিন্তে নিজেদের বাড়িতে ফিরতে পারেন সেজন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাল বাম যুব সংগঠন।

তাদের দাবি, পর্যাপ্ত পরিমাণে ট্রেনের ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে আরও ৫ দফা দাবি নিয়ে আন্দোলনে নামল সিপিআইএমের মালদহ জেলা যুব কমিটি।
সোমবার সংগঠনের পক্ষ থেকে সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানু এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষের হাতে একটি করে দাবিপত্র তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ বিহার থেকে পায়ে হেঁটে বাড়ির পথে ৭০ জন পরিযায়ী শ্রমিক
সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব দাস জানান, ‘পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থার পাশাপাশি তাদের হোম কোয়ারেন্টাইনে না রেখে সরকারিভাবে রাখার ব্যবস্থা করা হোক।
রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে রাজ্যজুড়ে সোমবার আন্দোলন সংগঠিত করেছে যুব সংগঠন। তারই অংশ হিসেবে আমরা এদিন মহকুমাশাসক , জেলাশাসক এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের হাতে একটি দাবি পত্র তুলে দিয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584