নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিক পরিবারের পাশে দাড়ালো বাম যুবরা। চোপড়া থেকে রায়গঞ্জ সর্বত্র শ্রমিক পরিবারের কাছে খাবার পৌঁছে দিতে ব্যস্ত জেলার বামপন্থী যুবকরা। চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নাজারপুর প্রত্যন্ত গ্রাম। গ্রামের যুবক ভিন রাজ্যে কাজে গিয়েছেন প্রায় এক বছর আগে।
পরিবারের ৮ জন সদস্য লকডাউনে অভুক্ত। বন্ধুদের ফোনে শেখ সফিলের পরিবারের কাছে খবর পেয়ে পৌঁছায় দাসপাড়ার যুবকরা। সাধ্যমতো ৮ জন পরিবারের জন্যে চাল আলু তেল বিস্কুট বাচ্চাদের দুধ পৌঁছে দিলো শুক্রবার।
আরও পড়ুনঃ পুলিশ সুপার পরিবর্তন মুর্শিদাবাদের
এদিকে বেশ কিছুদিন ধরে কাঠের কাজে যুক্ত উত্তর চব্বিশ পরগনার কাঁচড়াপাড়া এলাকার সাত জন নির্মাণ শ্রমিক কাজে এসে হঠাৎ লক ডাউনের জেরে রায়গঞ্জেই আটকে পড়েন। অসহায় হয়ে নিজের জেলার বাম নেতৃত্বের কাছে পরিবার শ্রমিকদের বাড়িতে ফেরার জন্য আবেদন করেন।
সেখান থেকেই খবর পৌঁছায় উত্তর দিনাজপুর ডিওয়াইএফআই জেলা নেতাদের কাছে। শুক্রবার রায়গঞ্জের নেতাজী পল্লিতে, লকডাউনে আটকে সঙ্কটের মধ্যে পড়া ৭ জন শ্রমিকদের কাছে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584