মনিরুল হক, কোচবিহারঃ
দিনহাটা ২ নং ব্লকে নতুন কলেজ স্থাপনের দাবিতে বিডিও অফিসে অনির্দিষ্টকালের জন্যে ঘেরাও অবস্থান শুরু করে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। জানা যায়, ওই অবস্থান ও বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের সাথে বিডিও-র এই বিষয়ে কথা হলে বিডিও আগামী ৪ ঠা নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন বলে জানা যায়।
এরপর আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয় বিডিও র আশ্বাসে তারা অবস্থান তুলে নিচ্ছে তবে এই সময়সীমার মধ্যে যদি কলেজ স্থাপনের কাজে অগ্রগতি না হয়, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবে।
এদিন এবিষয়ে এসএফআই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস জানান, কলেজ স্থাপনের জন্যে শিক্ষাবিদ রামচন্দ্র সাহা এক কোটি টাকা দান করে কলেজের জন্যে আবেদন জানানোর পরেও এমনকি স্থানীয় এক ক্লাব জমি দানে ইচ্ছুক থাকার পরেও কেন কলেজ স্থাপন হচ্ছে না।
তিনি আরও জানান যতক্ষণ না কলেজ স্থাপনের ব্যাপারে প্রশাসন কোন সদর্থক বার্তা দিচ্ছে ততক্ষণ তাদের এই ঘেরাও অবস্থান চলবে।প্রসঙ্গত, দিনহাটা মহকুমাতে বর্তমানে একটিই মাত্র ডিগ্রি কলেজ রয়েছে। তাই উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় মহকুমার ছাত্র ছাত্রীদের। বিগতদিন গুলোতে এই দাবি নিয়ে এসএফআই ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছে। মহকুমার বিভিন্ন দফতর ও এলাকায় মিটিং, মিছিল, ডেপুটেশন ছাড়াও কলেজের দাবিতে এর আগে সাইকেল জ্যাঠার আয়োজন করা হয়।
কলেজের দাবিতে এসএফআই ছাত্র ছাত্রীদের ১ লক্ষ স্বাক্ষর সংগ্রহ করে পোস্ট কার্ড পাঠায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। এরপর রাজ্যের শিক্ষামন্ত্রী দিনহাটা ২ নং ব্লকে কলেজ স্থাপনের কথা ঘোষণা করলেও আবার তার কিছুদিন বাদে মুখ্যমন্ত্রী কোচবিহারে এসে জানায় যে এরকম কোন কলেজ দিনহাটাতে হচ্ছে না।
আরও পড়ুনঃ স্থায়ীকরণের দাবিতে বালুরঘাটে কম্পিউটার শিক্ষকদের ডেপুটেশন
গত ৪ ঠা অক্টোবর কলেজ স্থাপনের দাবিতে বাইক মিছিল করে দিনহাটা এসএফআই ও ডিওয়াইএফআই। তারপর আজ দিনহাটা ২ নং ব্লকে নতুন কলেজ স্থাপনের দাবিতে বিডিও অফিসে অনির্দিষ্টকালের জন্যে ঘেরাও অবস্থান শুরু করে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। পরে বিডিও -র আশ্বাসে তা তুলে নেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584