নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
এনআরসি-সহ ১২ দফা দাবি নিয়ে ডাক দেওয়া ৮ জানুয়ারির সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিপিআইএম নেতৃত্ব। আর এই বনধকে সফল করার লক্ষ্যে সকাল থেকে রাস্তায় নেমে পড়েছে সিপিআইএম নেতা কর্মীরা।
সাধারণ মানুষকে তারা বার্তা দিচ্ছেন এই ধর্মঘটকে সফল করার উদ্দেশ্যে। সেই লক্ষ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে ধরনা দেয় সিপিআইএম নেতৃত্ব, এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যাঙ্ক কর্মচারীদের কর্মবিরতির আহ্বান দিলে অবশেষে কর্ম বিরতি পালন করেন কর্মচারীবৃন্দ।
আরও পড়ুনঃ সরকারি অফিস-স্কুল-কলেজ খোলা থাকলেও জনমানবশূন্য রাস্তাঘাট আলিপুরদুয়ারে
এরপরে সিপিআইএম নেতৃত্বরা হানা দেয় বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাঙ্কে। সেখানকার কর্মচারীদের সাথে কথা বলে ব্যাঙ্ক বন্ধ রাখার বার্তা দিলেন সিপিআইএম নেতৃত্ব। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, আমরা কোনও বিরোধিতার মধ্যে যেতে চাই না। আমরা কিছুটা কাজ সেরে নিজেরা বেরিয়ে যাব। যদিও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল ব্যাঙ্ক খোলা রাখার। এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই বিবেচনা করব।
অন্যদিকে ব্যাঙ্কের কাজ সচল রাখার বার্তা দিল স্থানীয় বিজেপি ও তৃণমূল নেতৃত্ব। সাধারণ মানুষ যাতে এই অসুবিধার দিনেও ব্যাঙ্কের পরিষেবা পায় সেদিকে লক্ষ্য রেখে ব্যাঙ্কে ব্যাঙ্কে গিয়ে পরিষেবা চালু রাখার বার্তা দেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584