অমৃতা চন্দ, কোচবিহারঃ
আগামী ৮ জানুয়ারি এসএফআই-এর ডাকা বনধকে সর্বান্তকরণে সার্থক করে তোলার জন্য দিনহাটায় মিছিল করল ভারতীয় জাতীয় কংগ্রেস ও বামপন্থী সংগঠন।
কেন্দ্রীয় বিজেপি সরকারের এনআরসি, সিএএ ,এনপিআর-এর জন্য হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ব্যক্তিগত মালিকাধীন পাচ্ছে, বেকারত্ব বাড়ছে, কৃষক-শ্রমিক পদদলিত হচ্ছে।
আরও পড়ুনঃ সোলেইমানির শেষযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত ৩৫
এরই প্রতিবাদে আগামী ৮ জানুয়ারি ২৪ ঘন্টা বনধের ডাক দিয়েছে বাম-কংগ্রেস সম্মিলিত সংগঠন। সেই বনধকে সর্বান্তকরণে সার্থক করে তোলার জন্য এবং গত পরশু জেএনইউ এ ঘটনার প্রতিবাদে দিনহাটার রাস্তায় বিক্ষোভ মিছিল করল জাতীয় কংগ্রেস ও বামপন্থী সংগঠন।
এ দিনের মিছিল দিনহাটার সংহতি ময়দান থেকে শুরু হয়ে দিনহাটার বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন, ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কেশব রায়, সিপিআইএমের ছাত্রনেতা সুভ্রালোক দাস,যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ সহ অন্যান্য কর্মীবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584