খড়্গপুরে বাম-কংগ্রেস জোটের মনোনয়নপত্র জমা

0
37

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

cpm and congress submit nomination paper | newsfront.co
জোট প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল। নিজস্ব চিত্র

ইতিমধ্যেই খড়্গপুর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে যথেষ্ট তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। একদিকে যেমন তৃণমূল প্রার্থী নির্ধারিত হয়ে গেছে, বিজেপিও তাদের প্রার্থী নির্বাচিত করেছে; অন্যদিকে কংগ্রেস ও সিপিএম জোট বেঁধে উপনির্বাচনের লড়াইয়ে নামা ঠিক করে ফেলেছেন।

কংগ্রেস ও সিপিআইএমের প্রার্থী হিসেবে এবারে ময়দানে লড়ছেন চিত্তরঞ্জন মন্ডল। সোমবার ছিল তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। সেই মতো মিছিল করে সারা শহর পরিক্রমা করে অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন জোট প্রার্থী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, তার তরফ থেকে তিনি ১০০% আশাবাদী, কারণ এ এলাকায় চাচার নাম এখনও কেউ ভুলতে পারেনি।

cpm and congress submit nomination paper | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ভোটপর্ব নিয়ে খোলাখুলি বক্তব্য শুভেন্দুর

পাশাপাশি তিনি আরও বলেন, তৃণমূলের অন্তরে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তা অনেকটাই তৃণমূলকে ব্যাকফুটে ফেলে দেবে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের মনোনয়নে যে সমস্ত মানুষজন এসেছেন, তা বাইরে থেকে আনা– এমনই বিস্ফোরক মন্তব্য করলেন জোট প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল।

তবে যাই হোক শহরের বুকে কংগ্রেস ও সিপিএমের একসঙ্গে পতাকা দেখে হতবাক গোটা শহরবাসী। এই দিন এই মিছিলে উপস্থিত ছিলেন যুব সভাপতি মোঃ সাইফুল-সহ একাধিক কংগ্রেস ও সিপিএম নেতৃত্ববৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here