প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা অনিল পাত্র

0
44

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ফুসফুসের ক্যান্সারের দীর্ঘ রোগভোগের পর মৃত্যু  সিপিআইএমের বর্ষীয়ান নেতা অনিল পাত্রের। মৃত্যুকালে বয়স হয়েছিল সত্তর বছর।

cpm leader Anil Patra | newsfront.co
নিজস্ব চিত্র

বাম জমানায় নানা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন অনিল বাবু।তার প্রয়ানে শ্রদ্ধা জানানো হয় সিপিআইএমের পক্ষ থেকে।দীর্ঘ রোগ যন্ত্রনার পর গতকাল রাতে কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জন্ম পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কাঁটাগেড়িয়া গ্রামে। বাম আমলে তিনি বহুমুখী প্রতিবাদী আন্দোলনে অংশ নেন। ক্ষেতমজুর আন্দোলনেও পুলিশি হাজত বাস হয় তাঁর।জমিদারদের বিরুদ্ধে ও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন অনিল পাত্র।

জেলা সিপিআইএমের সম্পাদক মন্ডলীর সদস্যও ছিলেন অনিল পাত্র।ক্ষেতমজুর সংগঠনের ও জেলা সম্পাদক পদে নিযুক্ত হন।পরে শারীরিক অসুস্থতার কারণে পদ থেকে সরে দাঁড়ান।

মৃত্যুর পরদিন রবিবার পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন কার্যালয়ে তাকে সাদা ফুলে শেষ শ্রদ্ধা জানায় অগনিত সিপিআইএম কর্মী সমর্থক।

আরও পড়ুনঃ অর্জুন গড়ে গোষ্ঠী কোন্দল বিজেপির

রবিবার দুপুরে জেলা সিপিআইএম কার্যালয়ে শায়িত ছিল তার মরদেহ।সেখানে তাকে শ্রদ্ধা জানায় জেলা নেতৃত্বরা।পরে তার মৃতদেহ আনা হয় বেলদা জোনাল পার্টি অফিসে।সেখানে ফুল মালা ও দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।পরে দলীয় পতাকা অর্ধনমিত করে মৃতদেহ নিয়ে মৌন মিছিলে হাঁটেন কর্মীরা। তাঁর প্রয়ানে আন্দোলনের একটা যুগের অবসান হল মন্তব্য বর্ষীয়ান সিপিআইএম নেতৃত্বের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here