ট্রেড ইউনিয়নের ডাকা বনদের সমর্থনে কালনায় সিপিএমের মিছিল

0
73

শ্যামল রায়,কালনাঃ

cpm rally at kalna
নিজস্ব চিত্র

কালনা মহকুমা জুড়ে আগামী ৮ ও ৯ জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘট সফল করার লক্ষ্য নিয়ে প্রচারে নামল সিপিআইএম।
রবিবার ছিল ছুটির দিন সন্ধে নাগাদ এবং সোমবার বিকেলে কালনা এক নম্বর এরিয়া কমিটির সিপিআইএমের ডাকে এক বাইক মিছিল সংঘটিত করে কর্মী সমর্থকরা।বাইক মিছিলটির শুভ উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা বীরেন ঘোষ।মিছিলে নেতৃত্বে ছিলেন সুকুল শিকদার,হালিম শেখ,খগেন রায়, প্রমূখ নেতৃত্ব।
ধর্মঘটের প্রচার প্রধানমন্ত্রীর আচ্ছে দিন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃষকের আয় বৃদ্ধির দ্বিগুণ করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি ও ভাঁওতাবাজির বিরুদ্ধে আগামী সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্য নিয়ে সিপিএম এই বাইক মিছিল করে।দ্রব্য মূল্য বৃদ্ধি শ্রমিক-কৃষক সংকট কর্মহীনতা জনস্বার্থ নীতির বিরুদ্ধে গণতন্ত্র বাঁচাও বিভিন্ন ধরনের ১২ দফা দাবির সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে।এই ধর্মঘটে সমস্ত শ্রমজীবি মানুষদের শামিল হবার আহ্বান জানিয়ে মিছিল সংঘটিত করে সি পি এম।
ধাত্রীগ্রাম থেকে কালনা এক নম্বর ব্লকের ৯ টি গ্রাম পঞ্চায়েতের ১০০ টি গ্রাম পরিক্রমা করে মিছিলটি।

এছাড়াও কালনা শহরে ও একটি মিছিল সংঘটিত করে সিপিআইএম।মিছিলের নেতৃত্বে ছিলেন গৌরাঙ্গ গোস্বামী স্বপন বন্দ্যোপাধ্যায় কেশব ঘোষ তাপস দা অরুণাভ চক্রবর্তী সহ অনেকে।
এছাড়াও এদিন পূর্বস্থলী এক নম্বর ও ২ নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে সভা প্রচার লিফলেট বিলি করলো সিপিএমে নেতাকর্মীরা।৪৮ ঘন্টা ধর্মঘটের সমর্থনে সিপিআইএমের নেতা-কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি প্রচার করছে বলে স্থানীয় বিধায়ক প্রদীপ সাহা জানিয়েছেন।সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা সুব্রত ভাওয়াল এবং বর্তমান বিধায়ক প্রদীপ সাহা জানিয়েছেন যে “গণতন্ত্র বাঁচাও এবং প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিয়ত মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে যে সাধারণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন ধর্ম কার সফল করার জন্য।আশা করছি মানুষ আমাদের এই ধর্মঘটের প্রতি সমর্থন জানাবেন।”

আরও পড়ুনঃ লরির চাকায় পিষ্ট হয়ে তিন বছরের শিশুর মৃত্যু

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here