নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল কারখানা কর্তৃপক্ষের কাছে শ্রমিক ও জমিদারদের ন্যায্য দাবি পূরণের দাবিতে মিছিল করল সিপিএম। শালবনি বাজার থেকে বিশাল মিছিল হাজির হয় জিন্দাল কারখানার সামনে। সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ স্লোগান ও বিক্ষোভ দেখায় মিছিলে শামিল সিপিআইএম কর্মী সমর্থকরা।
২০০৮ সালের ২ নভেম্বর পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার অন্তর্গত জামবেদিয়াতে জিন্দাল কারখানা হয়েছিল বাম সরকারের আমলে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওই শিলান্যাস সেরে ফেরার পথে মাওবাদীদের মাইন হামলার মুখোমুখি হয়েছিলেন। তারপর থেকেই পুরো প্রকল্পটি যেন মুখ থুবড়ে পড়েছিল।
আরও পড়ুনঃ স্ত্রীর গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা যেখানে স্থাপিত হওয়ার কথা ছিল, বর্তমানে সেখানে একটি সিমেন্ট কারখানা তৈরি হয়েছে। জমিদাতা রাও প্রতিশ্রুতি মতো সকলে চাকরি পাননি। এ দিন মিছিল থেকে সেই প্রতিশ্রুতি পূরণের দাবি করেছেন সিপিআইএমের রাজ্য নেতা দীপক সরকার-সহ উপস্থিত অন্যান্য জেলা নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584