অনাহারের থাকা মানুষগুলোর পাশে বাম শিক্ষক সংগঠন

0
36

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মহামারী করোনা পরিস্থিতিতে সংকটকালে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) নেতৃত্বে এগিয়ে এলেন শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা।

মঙ্গলবার সকালে এবিটিএ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখার উদ্যোগে গড়বেতা ৩ নং ব্লকের গোয়ালতোড় থানার অন্তর্গত নলবনা পঞ্চায়েতের মঙ্গলপাড়া গ্রামের শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে মুড়ি,চিড়ে, সরিষার তেল,লবণ,নানা ধরনের মশলা,সাবানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে শিক্ষক নেতৃত্ব সুবীর সিনহা,স্বপন মন্ডল, সন্দীপ মুখার্জি, নীলাঞ্জন ব্যানার্জী,গণ আন্দোলনের নেতা নিমাই কোলে , ছাত্র নেতা অভি কোলে প্রমুখ উপস্থিত ছিলেন।

corona awareness | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলপাড়া শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচি গোয়ালতোড় থানার এ এস আই জয়দেব মন্ডল ও অন্যান্য পুলিশ কর্মীদের উপস্থিতিতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়। অন্যদিকে শুক্রবার সংগঠনের ঘাটাল আঞ্চলিক শাখার উদ্যোগে ঘাটাল শহরের নিকট খড়ার সিংপুরের আদিবাসী পাড়ার ৫০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ‘রেড জোন’, অসেচতনদের সচেতনতার বার্তা শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের

এখানে শিক্ষক নেতৃত্ব সুমন ঘোষ ও গণ আন্দোলনের নেতা চিন্ময় পাল ও সোমা বাগাল উপস্থিত ছিলেন। এবিটিএ’র জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ উভয় কর্মসূচিতে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

পাশাপাশি তিনি আরও জানান তাঁদের এই ক্ষুদ্র প্রয়াস মানুষের কিছুটা হলেও কাজে লাগলে তাঁরা খুশি হবেন এবং আগামী দিনে তাঁদের সংগঠনের উদ্যোগে এবং সদস্য-সদস্যাদের সহযোগিতায় পর্যায়ক্রমিক ভাবে পশ্চিম মেদিনীপুর জেলা সমিতির ২৬ টি শাখার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here