ভোটপূর্ব সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত গলসী

0
38

সুদীপ পাল,বর্ধমানঃ

আগামীকাল ১২মে অনুষ্ঠিত হবে বিষ্ণুপুর লোকসভা আসনের নির্বাচন।বিষ্ণুপুর লোকসভার অধীনে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পর এবার রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল গলসী।

Cpm tmc collision at galsi
আক্রান্ত।নিজস্ব চিত্র

গলসীর মাজিদপুর গ্রামে বিবাদে জড়িয়ে পড়ে সিপিএম ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।দলীয় পতাকা টাঙানো ও প্রচার চালান নিয়ে এই ঘটনার সূত্রপাত।বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে শাসকদলের কর্মী ও সমর্থকরা মাজিদপুর গ্রামে প্রচার চালাচ্ছিল।অভিযোগ, আচমকা সিপিএমের লোকজন লাঠি,রড নিয়ে আক্রমণ করে।রাম ও বাম জোট বেঁধে এলাকায় সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা গুল মহম্মদ মোল্লা।

অভিযোগ অস্বীকার করে সিপিএম নেতা সৈয়দ হোসেন বলেন,পায়ের তলার মাটি যে সরে গেছে বুঝতে পেরেই তৃণমূল এলাকার শান্তি নষ্ট করছে।সিপিএম-এর কোনও কর্মী সমর্থক কারও উপর হামলা চালায়নি।এই ঘটনা শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।স্থানীয় মানুষরা বলছেন, যদি ভোটের দিন নিরাপত্তা তীব্র না করা হয় তাহলে ফের গণ্ডগোল হতে পারে।

আরও পড়ুনঃ দাসপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষ, আটক ৩৮

উল্লেখ্য,গত ৫ মে রাতে বিষ্ণুপুর লোকসভা অধীন খণ্ডঘোষে রাজনৈতিক হিংসার বলি হয়েছিলেন এক গ্রামবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here