নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আগামী ৮ জানুয়ারি ১২ দফা দাবির বিষয়ে ১২ ঘন্টা ভারত বনধ ডাকল সিপিএম। এই দাবিগুলির মধ্যে রয়েছে, এনআরসি, সিএএ, এনপিআর, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবি।
এছাড়াও রয়েছে গোটা দেশজুড়ে চলা দ্রব্যমূল্যবৃদ্ধি, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষকদের দাবি ইত্যাদি।
আরও পড়ুনঃ বছরের শুরুতেই শীতকালীন বৃষ্টিতে মজেছে জেলাবাসী
এই কর্মসূচিকে সাফল্য করে তুলতে জোড় প্রস্তুতি চলছে সিপিএমের অন্দরে। কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রচারও শুরু করেছে সিপিএমের আলিপুরদুয়ার জেলা ও এরিয়া কমিটির সদস্যরা।
এই বিষয়ে সিপিএম নেতা তথা সিপিএমের জেলা কমিটির সদস্য ক্ষীতিশ চন্দ্র রায় বলেন, “কেন্দ্রীয় সরকারের নাগরিক সংশোধনী বিল-সহ ১২ দফা দাবি নিয়ে আমরা আগামী ৮ জানুয়ারির ভারত বনধ কর্মসূচিতে সামিল হব। তারই প্রস্তুতি নিচ্ছি।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584