শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
বারবার দূর্ঘটনাতেও হুঁশ ফেরেনি প্রশাসনের। দক্ষিন দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের তিন নং উদয়পুর গ্ৰাম পঞ্চায়েতের কদমডাঙ্গা এলাকায় উঠে এল মরনফাঁদের চিত্র।
এলাকাবাসির চোখে পড়ল এলাকায় একটি নয়ন জুলির ব্রীজে বড়সড় ফাটল সেই সাথে ধস দেখা দিল শনিবার সকালে।
ঘটনা জানাজানি হতেই অতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।শনিবার সকালে কুশমুন্ডির শিলিগুড়ি মোড় থেকে বুনিয়াদপুর রাজ্য সড়কের উপরে পড়ে কদমডাঙ্গা ব্রীজ আর সেই ব্রীজ ফাটল সহ রাজ্য সড়কের ওপর ধস পড়ে যায়।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা হাসান খান জানান, শনিবার সকালে ফাটল দেখে আমারা অতঙ্কে আছি এলাকার মানুষ সকলে। যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং অনেক ছাত্র তাই আমরা খুব তাড়াতাড়ি যেন মেরামত করা হয়।
এইরুটের এক অটো চালক রাইহান রেজা বলেন, যাতায়াতের অসুবিধা অনেক অতঙ্কে আছি তাড়াতাড়ি যেন মেরামত করা হয়ে।
এই বিষয়ে কুশমন্ডি ব্লকের তৃণমূল কার্যকরী সভাপতি রিতেশ জোয়াদ্দার জানান, উদয়পুর ব্রীজ ফাটল ধরে এবং রাস্তা একটা বড় ধস নামে আজ ঐ এলাকায় সাধারণ মানুষ দেখতে পায় আতঙ্ক আছে অতি সত্ত্বর ঠিক কারা হবে বলে জানান।
আরও পড়ুনঃ একদিনের বৃষ্টিতেই রাস্তায় ফাটল, বিডিওকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
টেলিফোনে কুশমন্ডি ব্লকের বিডিও মোহাম্মদ জাকেরিয়া কে প্রশ্ন করলে তিনি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584