পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ
বুনিয়াদপুর ক্রীয়েটিভ ডান্স অ্যাকাডেমি যা এলাকা সহ সারা জেলায় সুপরিচিত। প্রতি বছরের মতন এবারেরও দুদিন ব্যাপী সান্ধ্য নৃত্যানুষ্ঠানের আয়োজন করে বুনিয়াদপুর ক্রীয়েটিভ ডান্স অ্যাকাডেমির কর্নধার দেবস্মীতা সিংহ নন্দী ও কৌশিক নন্দী। এই দুজনের ও অ্যাকাডেমির শতাধিক ছাত্র ছাত্রীদের কঠোর পরিশ্রম ও অদম্য মনোবল আজ তাদের মানুষের কাছে পাশাপাশি জেলায় পরিচিতির উচ্চ শিখরে পৌছে দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় বুনিয়াদপুর ৫১২ নং জাতীয় সড়কের পাশে ফুটবল ময়দানে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রসূন ব্যানার্জী, গঙ্গারামপুর মহকুমা শাসক দেবাঞ্জন রায়, বংশীহারী থানার আইসি বিশ্বজিত ঘোষ, গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রতুল মৈত্র, বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান অখিল বর্মন, সাহিত্যিক গোবিন্দ তালুকদার, প্রবীন শিক্ষক তথা সমাজসেবী মনোরঞ্জন সরকার, লোকশিল্পী অরিন্দম সিংহ রানা, বুনিয়াদপুর কালকন্ঠ সাহিত্য পত্রিকার সম্পাদক বাপ্পাদিত্য দে সহ অন্যান্য বিশিষ্টরা। বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যায় কচিকাঁচাদের নাচের মাধ্যমে সন্ধ্যা বেলা অনন্য হয়ে ওঠে। অন্যদিকে, অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল বিশেষ কিছু নাচ- রাধারমান ভঞ্জন, সাত ভাই চম্পা, যোদা আকবর, মহিষাসুরমর্দিনী, চিত্রাঙ্গদা, ঝাঁসির রানি লক্ষী বাঈ, এই নাচের থিমগুলোর মাধ্যমে ছাত্রীরা দুর্ধর্ষ নাচ পরিবেশন করে উপস্থিত দর্শক ও বিশিষ্টদের মন জয় করে। প্রতিটি নাচের শেষে হাজার হাততালিতে উপবিষ্ট দর্শকস্থান সহ মঞ্চ কেঁপে ওঠে।
এদিন বিভিন্ন নাচের থিম ছাত্রীদের দুধর্ষ নাচ তাদের নাচের ব্যবহৃত পোশাক প্রপস তাদের মেকাপ সহ অসাধারন বহুমূল্যের তৈরি মঞ্চ ও নানান আলোর রোশনাই এর কদর ও বাহবা দর্কদের মুখে মুখে ঘুরতে থাকে যার শ্রেয় যায় ডান্স অ্যাকাডেমির কর্নধার দেবস্মীতা সিংহ নন্দী ও কৌশিক নন্দীকে। এবিষয়ে সিংহ নন্দী বলেন, প্রতিবছর আমরা বাৎসরিক অনুষ্ঠান করি যার মধ্যে আকর্ষনীয় নানান থিমের থাকে আমার ছাত্রীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই সাফল্য এনে দিয়েছে পাশাপাশি রো বড়ো করে অনুষ্ঠান করতে চাইলেও কিছু ক্ষেত্রে বাধ সাধে অর্থ কিন্তু আমার অদম্য ইচ্ছা আর কিছু করার লক্ষ্যে মনোবল শক্ত করার দরুন আমি থেমে থাকিনি আগামীতেও আরো ভালো বড়ো নৃত্যানুষ্ঠান করতে চাই। এদিন অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ভীড় ছিল লক্ষনীয় যাকে ঘীরে মেলার আসর বসে। পাশাপাশি জাতীয় পাশে অনুষ্ঠানটি চলায় যানজট ও কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ ও সিভিক মোতায়েন ছিল। শুক্রবার রাতে দুদিন ব্যাপী নৃত্যানুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
দুদিন ধরে দুধর্ষ চলতে থাকা অনুষ্ঠান শেষে বাড়িমুখো দর্শকরা মনে সুন্দর একরাশ ঝলমলে অভিজ্ঞতা বহন করে নিয়ে গেলেন যা নিয়ে এই স্মৃতির রোমন্থন করবেন পাশাপাশি আগামী বছরের এদিনটার জন্য অপেক্ষা করবেন হাজারো মানুষ যার জন্য সেই বিষয়কে মাথায় রেখে তৈরি হচ্ছে বুনিয়াদপুর ক্রীয়েটিভ ডান্স অ্যাকাডেমির ছাত্রীরা তাদের নাচ শেখাতে ব্যাস্ত দেবস্মীতা সিংহ নন্দী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584