নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
উদ্বোধনের কিছু দিনের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শ্মশান। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের হরিনাথপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত খারাকদম এলাকার মুজনাই নদী পাড়ের শ্মশানটি উদ্বোধনের কিছু দিনের মধ্যে ভেঙে পড়ে।

জানা গিয়েছে, এই শ্মশানটি নতুন করে তৈরি করা হয়। তবে নদীগর্ভে এলাকার শ্মশানঘাটটি চলে যাওয়ায় বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ঘটনা প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি পঞ্চায়েতের তরফে।
আরও পড়ুনঃ পাঁচগেড়্যা উচ্চ বিদ্যালয় স্কুলে অফিসের তালা ভেঙে চুরি, চাঞ্চল্য
স্থানীয় বাসিন্দা জুতিস সেন জানান, “উদ্বোধনের কিছু দিনের মধ্যে ভেঙে পরে শ্মশানটি। ফলে সমস্যায় ভুগতে হচ্ছে এলাকাবাসীকে। গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোন সুরাহা হয়নি।” এ প্রসঙ্গে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান রহিফুল আলম বলেন, “বিষয়টি নজরে আছে। আমরা দ্রুত শ্মশান ঘাট নির্মাণের ব্যবস্থা নেবো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584