চারমাস ধরে পাইপ ফাটা নোংরা জলে মিটছে তৃষ্ণা, উদাসীন প্রশাসন

0
124

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

পানীয় জলের কল থাকলেও সেই কল থেকে পাওয়া যায় না জল। কুমারগ্রাম ব্লকের বারবিশা পূর্বচকচকা মৌজার নিউটাউন পাশ্বর্ত ১০/৯৯ পার্ট এলাকার একটি পিএইচই-র পানীয় জলের কল প্রায় চার মাস -এর বেশি সময় ধরে অকেজো অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ।

Pipe crack since four months | newsfront.co
অকেজো কল। নিজস্ব চিত্র

উল্লেখ্য, এলাকায় জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের পানীয় জলের প্রকল্পটি নির্মানের সময় এলাকায় জল সরবরাহের জন্য বেশ কিছু টাইমকল বসানো হয়েছিল। বেশ কিছু কলে জল পাওয়া গেলেও, পূর্ব চকচকা ১০/৯৯ পার্ট এলাকায় পাইপ ফেটে জল বের হচ্ছে অভিযোগ এলাকাবাসীর।

Pipe crack since four months | newsfront.co
এই জলেই মিটছে তৃষ্ণা। নিজস্ব চিত্র

নির্দিষ্ট ওই টাইমকল থেকে জল পড়ছে না এতে জলের তীব্র সংকটে ভূগছেন এলাকার প্রায় দেড় হাজার বাসিন্দা। জলের জন্য পাতকুয়ো বা চাপকলের ওপরেই নির্ভর করতে হয় স্থানীয়দের। ব্যক্তিগতভাবে বাড়িতে পাতকুয়ো বা চাপকল বসালেও সেখান থেকে আয়রনযুক্ত জলই পাওয়া যায় বলে জানা গিয়েছে। প্রশাসনের কাছে জানিয়েও সুরাহা মেলেনি বলেই অভিযোগ।

Gorango singha | newsfront.co
গৌরাঙ্গ সিংহ, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

এলাকার বাসিন্দা গৌরাঙ্গ সিংহ জানান, “আমরা দীর্ঘ চার মাস যাবৎ নোংরা পাইপ ফাটা জল খাচ্ছি এতে পেটের বিভিন্ন সমস্যা দেখা গিয়েছে। আমরা বিষয়টি লিখিত ভাবে স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্যাকে জানিয়ে তিনি আশ্বাস দিয়েছেন তবুও কাজ হয়নি । এই কাজের সুরাহা না হলে আমরা বিডিও দপ্তরে ধর্ণায় বসব।”

এলাকার আরেক বাসিন্দা বীরেন বর্মন বলেন, “নোংরা জল খেয়ে আমি নিজেই অসুস্থ প্রত্যেক ঘরে ঘরে অসুখ শুরু হয়েছে চার মাস আগে পাইপ ফেটেছে এখন কোন রিপেয়ারিং হয়নি ।

Rumpa Roy | newsfront.co
রূম্পা রায়, স্থানীয় স্কুল পড়ুয়া। নিজস্ব চিত্র

এলাকার স্কুল পড়ুয়া রুম্পা রায় বলেন, জলের ওপর সবাই নির্ভরশীল এই জল খেয়ে ছোট থেকে বড় সবার ভরসা এই নোংরা জল খেয়ে বাঁচতে হচ্ছে আমাদের প্রতিটি বাড়িতে পেটে সমস্যা দেখা দিয়েছে ।”

আরও পড়ুনঃ নন্দকুমারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫

আলিপুরদুয়ারের জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের সহকারী বাস্তুকার তারুব্রত রায় জানান, “আমাদের কাজ চলছে ওই এলাকায় ।দুই -এক দিনের মধ্যে ঠিক করে দেওয়া হবে ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here