বড় পর্দায় ৮৩’র ক্রিকেট নস্ট্যালজিয়া

0
80

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

২০২০ পাবে ৮৩’র ক্রিকেট নস্ট্যালজিয়া! আসছে ‘৮৩’র বিশ্বকাপ! ৮৩’র ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয় আবারও ইতিহাস গড়তে চলেছে।

 world cup of 83 | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

তবে, মাঠে নয়, ইতিহাস তৈরি হবে পর্দায়। শীঘ্রই বড় পর্দায় আসছে কবীর খান পরিচালিত ছবি ‘৮৩’। ভারতীয় ক্রিকেটার কপিল দেবের দুর্দান্ত ব্যাটিংয়ের সেইসব ঐতিহাসিক দৃশ্য দেখার সুযোগ পাবে নতুন প্রজন্ম।

দীপিকা পাডুকোন, কবীর খান, বর্ধন ইন্দুরী, সাজিদ নাদিয়াদওয়ালা, অভিনীত ফ্যানটম ফিল্মস্, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট ও ৮৩’র ফিল্ম লিমিটেড প্রযোজিত এই ছবিতে ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। কপিল দেবের স্ত্রী’র ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাডুকোন।

আরও পড়ুনঃ ‘অভিযাত্রিক’-এ বাজবে অনুষ্কা শঙ্করের সেতারের সুর

এ ছাড়াও ছবিতে পি আর মান সিং-এর ভূমিকায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, সুনীল গাভাসকারের ভূমিকায় রয়েছেন তানহির রাজ ভাসিন, কৃষ্ণমাচারি শ্রীকান্তের ভূমিকায় দেখা যাবে জিভাকে, মহীন্দর অমরনাথের ভূমিকায় রয়েছেন সাকিব সালিম, যশপাল শর্মার চরিত্রে অভিনয় করছেন যতীন শর্না, সন্দীপ পাতিলের ভূমিকায় চিরাগ পাতিল, কীর্তি আজাদের ভূমিকায় দিনকার শর্মা, রোজার বিন্নির ভূমিকায় রয়েছেন নিশান্ত দাহিয়া, মদন লালের ভূমিকায় রয়েছেন হারডি সান্ধু, সয়েদ কিরমানির ভূমিকায় রয়েছেন সাহিল কাত্তার, বালবিন্দর সিং সিন্ধুর ভূমিকায় অমি ভিরক্, দিলীপ ভেঙ্গসরকারের ভূমিকায় দেখা যাবে আদিনাথ কোঠারিকে, রবি শাস্ত্রীর ভূমিকায় রয়েছেন ধৈর্য কারওয়া এবং সুনীল ভালসনের ভূমিকায় আর বান্দ্রেকে।

১৯৮৩-র ভারতীয় ক্রিকেট টিমকে আবারও জীবন্ত করে তুলেছেন কবীর খান। ১৯৮৩ সালের ভারতীয় ক্রিকেট দলের সকল সদস্যকে সুন্দরভাবে ছবিতে ফুটিয়ে তোলা হবে বলেই আশা করা যায়। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু-এই তিনটি ভাষায় মুক্তি পাবে।

ইতিমধ্যেই নেটদুনিয়ায় সাড়া ফেলেছে ছবির প্রথম লুক। ইউটিউবে জনপ্রিয় হয়ে উঠেছে ‘৮৩’র ফার্স্ট লুকের সেই ভিডিও। বলাই বাহুল্য ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট টিমের লড়াই আবারও উন্মোচিত হবে ১০ই এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার পর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here