অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
প্রথম টেস্টে পৃথ্বী শ কে কেন খেলানো হচ্ছে সেটা প্রথম টেস্টে প্রথম একাদশ ঘোষণার পরেই অনেকে প্রশ্ন করেছিলেন। এরপর প্রথম টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে কোনো রানই আসেনি। দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ৪ রান। শুধু তাই নয়, সহজ ক্যাচও মিস করেন তিনি।
এই অবস্থায় প্রবল সমালোচনা হচ্ছে পৃথ্বী শকে নিয়ে। তবে তা নিয়ে তিনি কিছু বলেননি। অবশেষে তার জবাব দিলেন তিনি। তাঁর জবাব এল সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে।রবিবার পৃথ্বী ইনস্টাগ্রামে লিখেছেন, ”কখনও কখনও এরকম হয় যে, আমি কিছু একটা করতে চাইছি। আর সেটা করার ক্ষেত্রে লোকজন একেবারেই উদ্বুদ্ধ করছে না। এর অর্থ একটাই, কাজটা আমি করতে পারি, তারা পারে না।”
ব্যাটিংয়ে পৃথ্বীর খারাপ ফর্ম অবশ্য বছরের শুরু থেকেই। নিউজিল্যান্ড সফরে ৪টি ইনিংসে ৯৮ রান করেন তিনি। এবার অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচেও ৪টি ইনিংসে তিনি মাত্র ৬২ রান করেন।সবথেকে বেশি সমালোচনা হয়েছে তাঁর আউট হওয়ার ধরন দেখে।
আরও পড়ুনঃ সিডনিতেই হবে তৃতীয় টেস্ট হবে
প্রশ্ন উঠেছে তাঁর টেকনিক নিয়ে। অ্যাডিলেডে দুই ইনিংসেই তাঁর ব্যাট এবং প্যাডের মাঝখানে বিস্তর ফাঁক থাকায় একবার মিচেল স্টার্কের বলে এবং একবার প্যাট কামিন্সের বলে বোল্ড হয়েছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৬টি বল খেলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584