নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কালীপুজো উদ্বোধনে কলকাতায় এলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র ১ দিনের ভারত সফরে এসেছেন তিনি। বৃহস্পতিবার থেকে শুক্রবারই বাংলাদেশে ফিরে যাবেন সকিব। বৃহস্পতিবার সন্ধ্যাতেই শহরের একটি কালীপুজোর উদ্বোধন করবেন তিনি।
এদিন দুপুর ১ টা নাগাদ বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন সকিব। ভারতে প্রবেশের আগে পরিচিত কাস্টমস অফিসার আজিজুর রাহমানের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎও সারেন তিনি। সাকিবের মত তারকা ক্রিকেটারের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে এদিন সীমান্তে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুনঃ তপসিয়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এবার সরকারি ফ্ল্যাট দেবে পুরসভা!
সাকিবকে একবার দেখার জন্য এদিন বেনাপোল সীমান্তে জড়ো হয়েছিলেন বহু ক্রিকেটপ্রেমী। তবে নিরাপত্তার বজ্র আঁটুনি পেরিয়ে প্রিয় তারকার সঙ্গে সাক্ষাৎ করা হয়ে ওঠেনি তাদের।
ভারত, বাংলাদেশ দুই দেশেই সাকিব অত্যন্ত জনপ্রিয়। নির্বাসন কাটিয়ে গত সপ্তাহেই ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তারপরেই পদ্মাপাড়ে আবেগের স্রোতে ভেসে গিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584