অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
ফের বিরাট কোহলির সমালোচনায় সুনীল গাভাসকার। আইপিএলের শুরুতে বিরাটের ব্যাটিং ফর্ম নিয়ে কথা বলে অনুষ্কা শর্মাকে টেনে আনেন সেটা নিয়ে বিতর্ক হয়।
আর এবার শুক্রবার হায়দ্রাবাদের কাছে এলিমিনেটরে হেরে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু ছিটকে যাওয়ার পরেই গাভাসকার জানান, “নিজে এক অসামান্য উচ্চতা তৈরি করেছে কোহলি। সেই উচ্চতায় এবার পৌঁছাতে পারেনি কোহলি। এটা খুব দুঃখের এই কারণেই আরসিবি ফাইনালে উঠতে পারল না। ও যখনই বড় স্কোর গড়েছে সেটা এবি ডিভিলিয়ার্সের সঙ্গেই। ও নিজে একা রান করতে পারেনি সেই কারণেই আরসিবি হারলো।’
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া সফরে ম্যাচ কমানোর আবেদন বিরাটের
শুক্রবার আবু ধাবি-তে হায়দ্রাবাদের কাছে ছয় উইকেটে হেরে বিদায় নিয়েছে আরসিবি। এই নিয়ে টানা পাঁচ ম্যাচ হারল কোহলি এন্ড কোং। টুর্নামেন্টের শুরুতে প্রথম ১০ ম্যাচের ৭টিতেই জিতেছিল কোহলিরা।
১৫ ম্যাচে বিরাট করেছেন ৪৬৬ রান।
গাভাসকার আরও বলেন, “বোলিং ওদের বরাবরের দুর্বল জায়গা। ওদের ব্যাটিং সেই তুলনায় অনেক শক্তিশালী। টি-২০ স্পেশালিস্ট ফিঞ্চ রয়েছে। দেবদূত পাডিক্কল দুরন্ত খেলেছে। তারপর কোহলি, এবি আছে। এমন ব্যাটিং লাইন আপ নিয়ে ফাইনালে না ওঠা আশ্চর্যের। সবাই রান পেয়েছে কিন্তু বিরাট প্রত্যাশা পূরণ করতে পারেনি।”
কোহলির ক্যাপ্টেন্সিরও সমালোচনা করেন সানি তিনি বলেন, “শিভমকে অনেক পড়ে খেলানো হলো এছাড়া অনেকে বোলিং পরিবর্তন বোঝা গেল না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584