মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
দীর্ঘদিন সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে অনুপ সোনিকে। এবার তদন্তকারী হলেন তিনি। ‘সাবধান রহে, সতর্ক রহে!’ অনুপের এই সতর্কবাণী দর্শকের মনে গেঁথে গেছে। ছোট পর্দায় ‘ক্রাইম পেট্রোল’ অনুষ্ঠানের সঞ্চালক হয়ে একের পর এক অপরাধের গল্প শুনিয়েছেন তিনি। ডাকাতি, খুন, পরকীয়া, ধর্ষণ- কী নেই তাতে! ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালক অনুপ সোনি পৌঁছে গিয়েছিলেন সবার ঘরে ঘরে। যদিও লকডাউনের কারণে শোয়ে নতুন গল্প দেখানো হচ্ছে না। ফলে একটা লম্বা বিরতি পেয়েছিলেন কাজ থেকে। এই সুযোগে অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা সেরে ফেললেন অভিনেতা।
দীর্ঘদিন ধরে অপরাধের গল্প বলতে বলতে এবার অপরাধ বিষয়ে নিজের জ্ঞানের ভাণ্ডার আরও একটু বাড়িয়ে নিতে নতুন উদ্যোগ নিলেন অনুপ। লকডাউনের অবসরকে কাজে লাগিয়ে অপরাধস্থল তদন্তবিষয়ক একটি কোর্স করলেন ইন্টারন্যাশনাল ফরেন্সিক সায়েন্স(আইএফসি) থেকে। যার শংসাপত্র শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়।
ওই শংসাপত্রে তিনি লিখেছেন, ‘আমি অপরাধস্থল তদন্তবিষয়ক একটি কোর্স করেছি। এটি তারই শংসাপত্র। লকডাউনের সময়ে নিজের জীবনীশক্তিকে কাজে লাগিয়ে গঠনমূলক কিছু করার চেষ্টা করলাম। নতুন করে পড়াশোনা করাটা বেশ কঠিন ছিল। কিন্তু সেটা করার সিদ্ধান্ত নিয়ে এবং এই কোর্স শেষ করার পর শংসাপত্র পেয়ে আমি গর্ববোধ করছি।’
আরও পড়ুনঃ টলিউডের নতুন জুটি প্রিয়াঙ্কা-পরমব্রত
অনুপ সোনির এই পোস্টের কমেন্ট বাক্সে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। ‘বালিকা বধূ’ অভিনেতাকে তাঁর এই কাজের জন্য প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকে আবার কৌতুকের সুরে লিখেছেন, ‘নিজের ভূমিকাটাকে খুব গুরুত্ব দিয়ে দেখেছেন অনুপ সোনি।’ আবার কেউ কেউ আবার লিখেছেন, ‘আর সঞ্চালক হবেন না, এ বার তদন্তকারীই হয়ে যান।’
আরও পড়ুনঃ হাই তুললেন শাহেনশাহ!
অনুপ অনুরাগীরা সকলেই স্বীকার করেছেন, একটা বয়সের পর পড়াশোনা ছেড়ে দিয়ে আবার পড়াশোনা শুরু করা সত্যি কঠিন। আর কেউ যদি তা করে থাকে তাহলে তা প্রশংসাযোগ্য। প্রায় ১ দশক ধরে ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনা করছেন অনুপ সোনি। ২০১৭ সালে অন্যান্য কাজের কারণে ‘ক্রাইম পেট্রোল’ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584