ইনফ্যান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা, প্রশ্ন চেয়ার অক্ষত থাকা নিয়ে

0
48

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

ফের কলঙ্কের দাগ বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার গায়ে। শেপ ব্লাটারের পর ফের একবার কলঙ্কিত হল ফিফা প্রেসিডেন্টের চেয়ার। এবার ফিফা সভাপতি জিয়াননি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হল সুইজারল্যান্ডে।

Gianni Infantino | newsfront.co
জিয়াননি ইনফ্যান্তিনো। সংবাদ চিত্র

সুইস এটর্নি জেনারেল মাইকেল ল্যাবার ও ফিফা সভাপতির মধ্যে গোপন ও বেআইনি লেনদেনের অভিযোগ ওঠে। এরজন্য একজন সরকারি আইনজীবী নিয়োগ করে ঘটনার তদন্তের নির্দেশ দেয় সুইজারল্যান্ড সরকার। গত সপ্তাহে তার দুর্নীতির স্বপক্ষে কিছু প্রমাণ পাওয়ার পর আদালত এটর্নি জেনারেল ও ফিফা সভাপতি ইনফ্যান্তিনোকে নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর আদেশ দেয়। আদালত আরও নির্দেশ দিয়েছে যে, সরকার পক্ষের আইনজীবী ষ্টিফেন কেলারের নেতৃত্বে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে ফিফাকে।

আরও পড়ুনঃ সচিব পদ ছাড়ার ইচ্ছে কল্যানের

যদিও এই অভিযোগ ভিত্তি হীন বলে দাবী করেন ফিফা সভাপতি ও সুইজারল্যান্ডের ওই উচ্চপদস্ত আমলা। ২০১৬ সালে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছিলেন তখনকার ফিফা সভাপতি শেপ ব্লাটার। তাঁর জায়গাতেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মসনদে বসেন ইনফ্যান্তিনো। নিপাট শান্ত স্বভাবের ইনফ্যান্তিনোর বিরুদ্ধে এই অভিযোগ আসাতে অবাক সকলে।

আরও পড়ুনঃ পন্টিংয়ের থেকে ধোনিকে এগিয়ে রাখছেন আফ্রিদি

ইনফ্যান্তিনোর বিরুদ্ধেও মামলা। আগামী বছর ফিফা যুব মহিলা বিশ্বকাপ রয়েছে যা হবে ভারতে। বছর শেষ হয়ে গেলেই ২০২২ সালে কাতার বিশ্বকাপ। যার ম্যাচ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ গুল আবার চলবে ২০২২ সালের মার্চ মাস অবধি, তাই দোষী প্রমাণিত হলে যদি ইনফ্যান্তিনোকেও চেয়ার ছাড়তে হয় তাহলে বড় বড় টুর্নামেন্ট কম সময়ে উতরে দেওয়া হবে নতুন সভাপতির কাছে বড় একটা চ্যালেঞ্জ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here